ক্ষমা করে দাও তাকে যে তোমার প্রিয়জন।
সৈকতে সমুদ্রের গর্জন,অস্তগামী সূর্য
আর হু হু দমকা হাওয়া,
একটি ঝিনুক কুড়ানো টোকাই ছেলে,
পরনে ছেড়া প্যান্ট,ঊর্ধ্বাঙ্গে নেই কিছু।
কুড়িয়ে পাওয়া ঝিনুক দিয়ে গাঁথা মালাখানি,
করুণ একটি কন্ঠ,কিনবেন কি ভাই?
তাকিয়ে দেখি মলিন অপুষ্ট একটি মুখ,
মায়াভরা চোখে করুণ মিনতি।
পাশে বসে থাকা রমনীর দিকে তাকালাম,
কিনবে না কি এই প্রশ্ন চোখে নিয়ে।
মেয়েটা আমার বান্ধবী বটে!
একসাথে লেখাপড়া করি আরকি,
স্ক্যান্ডাল আছে আমাদের নাকি প্রেম!
যাই হোক অবশেষে মালাটা কিনলাম,
দিলাম পরিয়ে রমনীর গলায়,
সেখানেই তা বেশী শোভা পায় তাই।
অনেক অনেক দিন পর,
আবার সেই একই জায়গায় একই সময়ে,
আজ সঙ্গে অন্য এক রমনী,
যে আমার বিবাহীতা স্ত্রী।
আজ নেই সেই ঝিনুক কুড়ানো ছেলেটি
তার জায়গায় হয়তো আরেকজন।
সৈকতে সমুদ্রের গর্জন,অস্তগামী সূর্য
আর হু হু দমকা হাওয়া, একটুও বদলায়নি,
তাই আজ আমি নষ্টালজিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।