আমাদের কথা খুঁজে নিন

   

নষ্টালজিয়া... (সব দোষ এহশামীম এর)

এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com

জীবনের মাঝপথে এসে দাড়িয়ে ছেলেবেলার স্মৃতী হাতরাই। অনুভব করি দ্রুত ফুরিয়ে যাওয়া সময়কে। কত কিছু করার ছিল... কিছুই করা হলো না এখনো ... বার বার মনে হয়.. আহা যদি ফিরে পেতাম পেছনে ফেলে আসা দিনগুলো। আরো আগে থেকে অনেক কিছু শুরু করা যেত। অনেক কিছুই পড়ার ছিল ইচ্ছা ছিল শেখার ... যা এখন আর সম্ভব নয়।

সময় ফুরাতে শুরু করেছে। খুউব ফিরে পেতে চায় ছেলে বেলার নানান রঙের দিনগুলো। ফুলের উপর বসে থাকা নানান রঙের ফড়িং গুলোকে ধরার কি আপ্রান প্রচেষ্টা। ছুটে চলা পেছন পিছন। অথবা পাখির বাসার খোজে বের হওয়া।

বইগুলোকে অন্য কোন ক্লাসমেটকে ধরিয়ে দিয়ে স্কুল এর দেয়াল পেরিয়ে পালিয়ে ফুটবল খেলতে ছোটা। এখন যে রোদ দেখেই ঘামতে থাকি অথচ তখন এটা কোন ব্যাপারই ছিল না। রোদ-ঝড়-বৃষ্টি কে থামায় আমাদের। মনে আছে নানা বাড়িতে বেড়াতে গেলে... বোশেখ মাসে প্রচন্ড বেগে ধেয়ে আসা কাল বৈশাখি ঝড় ... যে বাতাসে দাড়ানো যেত না... অথচ সেই বাতাসে আম কুড়াতে বের হয়ে পরতাম। রাতে ঝড় হলে হারিকেন সাদা পলিথিন ব্যাগ এ ভরে বের হতাম... রঙ হারায় অনাবিল সুখ আর স্বার্গীয় প্রশান্তির প্রেমেও।

পাশের বাসার মেয়েটার জন্য আয়রন করা ড্রেস ছারা চলতই না। চুলে ভাজ মারতে মারতে তো মাথাই খালি হয়ে গেল। আজ পথ হারায় অবলিলায়... তবে এ পথ হারানো যে কেবল হারানোর জন্যই নয়, তাও তো সত্য। শাশ্বত প্রেম আজীবন বাজে, ভেতরটায়। আর তাই ফিরে পেতে চায় মন ফিরে যেতে চায়।

কোথায়? সেই ফেলে আসা দিন... (চলবে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।