আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........
কিছুদিন আগে নরসিংদী গিয়েছিলাম অনেক দিন পর তাও প্রায় 5 বছর পর। সময়ের সাথে অনেক কিছুর পরির্বতন হয়ে গেছে। যেমন:- আগে বাস ছাড়ত গুলিস্থান থেকে এখন ছাড়ছে সায়েদাবাদ থেকে। টর্ািমনালের সামনে দিয়ে অনেক চলাচল করেছি।
কিন্তু ভেতরটা আমার কাছে সব সময়ই ভীতির ব্যাপার। যাইহোক একে ওকে জিজ্ঞাসা করে নরসিংদী র বাসের কাউন্টার খুজে পেলাম এবং টিকিট কেটে বাসে উঠলাম। বাস যতই গন্তব্যে এগিয়ে যাচ্ছে ততই আমি নষ্টালজিয়ায় ভুগছি। সময় মত পৌছে গেলাম। অনেক বদলে গেছে নরসিংদী শহর।
আগের চেহারা নেই। বন্ধুরা আগের মত নেই । যদিও আন্তরিকতার কোন কমতি ছিল না । সবাই যার যার মত ব্যস্ত। সেটাই স্বাভাবিক।
অল্প সময়ে অনেকের সাথেই দেখা করলাম। অনেক স্মৃতিচারন হল। যথারীতি রাতে ফিরে এলাম সেই সুন্দর দিনগুলোর কথা মনে করতে করতে ,যেখানে আমি আমার কৈশোরের মধুর সময় কাটিয়েছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।