মুখোশ!
মুখোশটা পরেই কাটিয়ে দিচ্ছি। নিজের মনকে প্রশ্ন করে পাওয়া জবাবটি কি জীবনে পাওয়া হয়েছে? চারিদিকে শুধু রং, কিন্তু ভেতরে শুধুই সাদাকালো। এই মুখোশটা পরেই যাত্রামঞ্চে অন্যের বলে দেয়া বুলি আউড়েই যাচ্ছি, আউড়েই যাচ্ছি। ঐ যে ক্ষয়িষ্ণু চাঁদ, মেঘের মাঝে উঁকি দেয়। তার মুখোশটা সরালেই তার কলংক দৃশ্যমান।
আমারও তো। মুখোশটা সরালেই চারপাশ থেকে ঘিরে ধরবে সব।
---------------------------------------------------------------------
জীবনের রঙ্গভূমিতে বিদ্রোহীর অভিনয়ের হল শুরু। এই নাট্যের পরবর্তী অঙ্কের দৃশ্যটি কোন মঞ্চে হবে, তা এখনও স্থির হয়নি। কী ইবা হতে পারে, ফাঁসিকাঠ পর্যন্তই সর্বোচ্চ প্রমোশন- এই তো? জবাবদিহি করবার আগে তাই আগেভাগে কবুল করে নিলাম, তাতে অপরাধের মাত্রাটা হালকা হবে।
রঙ্গমঞ্চের দরজায় আজ এক হাঁটু জল।
২৬ আগস্ট, ২০০৯।
দুপুর ১২.১০।
ঢাকা, বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।