আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞাপন স্মৃতিকথা....



প্রথমেই ধন্যবাদ দিতে চাই অলৌকিক হাসান কে। তার পোষ্টটা পড়ে আসলেই চমকে উঠলাম। আগে ভাবতাম আমিই বুঝি পাগল এখন দেখলাম আমার দলে আরও অনেকে আছে। আমি বিজ্ঞাপন অনেক পছন্দ করি, মানে করতাম। এখন আর ভালো লাগে না, আগের বিজ্ঞাপনগুলো টিভির সামনে বসে বসে দেখতাম।

অনেকটা নাটক দেখার মতো। আমার কিন্তু ভালই লাগতো। আম্মা বলতো, টিভিতে তো কিছু দেখাচ্ছে না, তাইলে টিভির সামনে বসে আছো কেন? আমি বলতাম, বিজ্ঞাপন দেখি আম্মা। ঃ যাই হোক, অনেকগুলো পুরনো এডের কথা আমার আজ মনে পড়ে গেলো। তবে আমার মনে হলো আরও বাকি রয়ে গেছে।

আপনাদের কি মনে আছে সেই এডটার কথা, অনন্যা তুমি ভালোবাসা তুমি... তুমি হৃদয়ে জুড়ে থাকো...সারাবেলা... পুরো জগৎ জানে শুধু আমি কেন... এটা সম্ভবত রোমানার প্রথম করা বিজ্ঞাপন। অসম্ভব পছন্দের এড ছিলো একটা। যখনই হতো, আমি ছুটে চলে যেতাম টিভির সামনে। এটার কথা কি মনে আছে, ...এই তুমি কি সেই? শাহেদ করেছিলো বিজ্ঞাপনটা। সাইকেল চালিয়ে চালিয়ে গান....আরেকটা সোপের বিজ্ঞাপন।

বা এটার কথা... লা লা.... তুমি সেই তুলনাহীনা.... অপলক মোর দুনয়ন, চেয়ে থাকে শুধু সারাণ... এটা ছিলো জনি প্রিন্ট শাড়ীর বিজ্ঞাপন, মডেল ছিলো বিপাশা হায়াত। আরেকটা প্রিয় এড ছিলো, ... চোখ বন্ধ বেছে নাও.... আম্মুর জন্যে কিছু আননি? আম্মুর জন্যে? একটা কিছু তো এনেছিই.... চোখ বন্ধ বেছে নাও.... বাড়ী আমার জন্যে বাড়ী! বলেন তো এত সুন্দর এড মানুষ কখনও ভুলতে পারে! অ্যারোমেটিক কোল্ড ক্রিম বিজ্ঞাপনটার কথা- .. আবহাওয়ায় টান টান ত্বকে... বিন্দু বিন্দু ক্রিম যতœ নেবে... অ্যারোমেটিক কোল্ড ক্রিম.... এগুলো যখন টিভিতে দিতো বুঝতাম শীত চলে আসছে। অথবা সেট টুথপেষ্টের বিজ্ঞাপন... লোপা (মাহীর বউ) বসে আছে... ঠোটে একটা লাল চেরী.... দূর ছাই ভুলে গেছি... এরিষ্টোন ফ্রিজের কথা মনে আছে? ... যায় যায়... সময়ের সাথে সাথে... কত কিছু বদলায় শুধু বদলায় না বন্ধুজন.... আস্থায় আর.... গড়া পরিবারের একান্ত আপন... এরিস্টোন ফ্রিজ এরিস্টোন। আহা জিঙ্গেল গুলো কি জটিলই না ছিলো। জীবনবীমার বিজ্ঞাপনের কথা আর কি বলবো, দুই বুড়োবুড়ি একটা পার্কে হাটছে।

পিকনিক করছে... ওটার ব্যকগ্রাউন্ডে কি একটা মিউজিক যেন হতো সেটা ভুলে গেছি। এই বিজ্ঞাপনটা বেশি দিন আগের না, কিন্তু অসম্ভব সুন্দর ছিলো। ভোকাল ছিলো বাপ্পা, আর বিজ্ঞাপনটা ছিলো হুইলের.... এই বাংলার নারী তুমি... হুইলে অমলিন.... চই চাকা ঘুরে সময়ের সুরে... স্বপ্নে অবিরাম... এই বাংলার মানুষের সাথে মিশে আছে এক নাম.... হুইল হুইল হুইল... আহা কি যে দেখতে সুন্দর লাগতো যখন সবুজ শাড়ী পড়া তিন এয়ার হোস্টেস এক সাথে তাল মিলিয়ে হেটে আসতো... সেই দৃশ্যটা আজও মনে পড়ে। সানসিল্কের এডটার কথা মনে আছে... যখন আপনার চুল ঝড়ে তখন আপনার কেমন লাগে? ... আমার মনটাই ভেঙে যায়... জানিনা কেন কিন্তু এটা আমার খুব প্রিয় এড ছিলো। ড্যানিস এর সেই বিজ্ঞাপন... ধুম তা নানা না... ড্যনিশের তুলনা হয়না হয়না... অথবা এটারই আরেকটা এড... বিশাল গোফ অলা লোকটা হাত দিয়ে তাল দিচ্ছে আর মুখ দিয়ে বিজাতীয় শব্দ করছে... অথবা ক্যানোভা সোপের কথা... সিঙ্গার ফ্যাশেনমেকার ডিসমেটিকের কথা মনে আছে।

একটা সময় পুরো বিজ্ঞাপনটা আমার মুখস্থ ছিলো... জাদুকরী এক মেশিন...এক মেশিনে আছে বত্রিশটি.... যা দিয়ে করা যায় অসংখ্য ডিজাইন, বোতামঘর তৈরি... লাগানোর ব্যবস্থা.. এমব্রয়ডারী... আরো অনেক কিছু.... আরেকটা বিজ্ঞাপন ছিলো সিঙ্গারেরই ... সিঙ্গারের প্রতিটি শব্দ দিয়ে কি মিনিং হয় সেটা বলতো। একটা শাড়ী পড়া মেয়ে ঘুরে বেড়াতে সিঙ্গারের এক প্রন্ত থেকে আরেক প্রান্তে। আমার বেশ ভালো লাগতো। আগের পোষ্ট পড়ে মনে পড়লো সেই অসম্ভব সুন্দর জিঙ্গেলটা... রুপ রুপে... অপরূপা... আনে ত্বকে... কমনীয়তা... এটার কথা মনে আছে, ... সকাল দুপুর সন্ধা বেলায় বেলায় বেলায়... ছোট বড় সবাই যে চায়... যে চায়... যে চায়... এপি ফিফটিন ট্যালকম পাউডার.... এটা আমার দেখা ফাতেমা তুজ জোহরার করা একমাত্র বিজ্ঞাপন। ভালো লাগতো অনেক।

আপন জুয়েলার্সের কথা না বলে পারছি না.... মেী’র করা সেই অদ্ভুত সুন্দর বিজ্ঞাপনটা... আহা ভাবলেও মনটা উদাস হয়ে যায়... আরেকটা বিজ্ঞাপন সেটা যে কিসের বা গানটা যে কিসের সেটাও মনে করতে পারছি না, শুধু মনে আছে ফয়সাল চোখে চশমা... মুখে একটা গোলাপ... একটা আলো আঁধারির সিড়ি দিয়ে উঠে যাচ্ছে...খুবই চমৎকার একটা জিঙ্গেল ছিলো এটাতে... মনে করতে পারছি না, ধুরো... বিশ্বাস করেন, একরম আরও বিজ্ঞাপন আছে, হয়তো ঝাপসা হয়ে গেছে স্মৃতি থেকে। যাই হোক, আরও থাকলে জানাবেন, আমি মনে করতে পারলে তো কোন কথাই নাই, পুষ্টের পর পুষ্ট দিব। শেষ করবো বাইরের কিছু তথ্য দিয়ে। তখন ছোট ছিলাম, বিটিভিতে যাই দেখাতো মুগ্ধ হয়ে দেখতাম। সাদা কালো টিভির মুভিও যে এত সুন্দর হতে পারে সেটা এখন বিশ্বাস হয়না।

অষ্ট্রেলিয়ান মুভিগুলো ছিলো অসাধারণ। মনে পড়ে সেই... দা গার্ল ফ্রম টুমরোর থিম মিউজিকের কথা? আহা কি মজা করেই না দেখলাম। অথবা স্পেল বাইন্ডারের কথা? আমাকে সত্যিই স্পেল বাইন্ড করে রাখতো পুরো সময়টা। কি সুন্দর যে থিম মিউজিক ছিলো তার। আরেকটা ছিলো মিরাকুলাস মেলপস।

এটা তত ভালো লাগতো না তবে এটাও সায়েন্টিফিক মুভি ছিলো। শেষটার কথা আমি জানিনা কজন দেখেছেন, প্রতি মঙ্গলবার বিকেলের দিকে দেখাতো। টিভি সিরিয়ালটার নাম ছিলো, দ্যা স্কাই ট্রাকার্স। অসম্ভব সুন্দর থিম মিউজিক আর কাহিনী ছিলো সেটার। একটা ছেলে ছিলো নাম ছিলো মাইক, আরেকটা সমবয়েসি মেয়ে ছিলো নাম নিকি (আসলে তার নাম পেট্রা) আর ছিলো তাদের ছোট বোন ম্যাগি।

ওরা উল্কার পেছনে ছুটতো আবিস্কার করার জন্যে, বিশাল বিশাল ডিশের উপর দিয়ে স্কি করতো! আহা, কি যে সুন্দর ছিলো সেই কাহিনীগুলো, দৃশ্যগুলো...ভাবলেই বড় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। ছোটবেলায় খুব ঝোক চেপেছিলো অষ্ট্রেলিয়া যাব যেমন করেই হোক, হাঃ হাঃ হাঃ আর মনে মনে ভাবি, যখন ছোট ছিলাম, কি স্বপ্নময়, কি বর্ণময় ছিলো সেই দিনগুলো। হারিয়ে গেছে...আর ফিরে আসবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.