an architect.........searching for roots
ইদানিং গুলশানে ট্রাফিক ব্যবস্থার যথেষ্ট উন্নিত পরিলক্ষিত। one way drive প্রতি মোড়ে মোড়ে। no parking গুলশান পার্কের পাশে। কিন্তু গাড়ি parking অবাধে হচ্ছে। যত বিড়ম্বনা রিকশা নিয়ে।
ট্রাফিক পুলিশের যত রাগ ..........রিকশার পরে। one way হলে ও গাড়ি চলছে ঠিকই two way তে।
সুতরাং ভুক্তভোগী কারা? আমরা । যাদের গাড়ি নেই। গাড়ি কেনার সামর্থ্ নাই।
যাদের রিকশাই চলাচলের উপায়। যাদের টাকা আছে তারা শুধুই নিয়ম তৈরী করছেন, কিন্তু ভুক্তভোগী আমরা।
আগামীকাল হয়ত রিকশা যেতে দিবে না। আমার মত সাধারন যারা তাদের হয়ত এটাই মেনে নিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।