মানুষ তার নিজের সত্যাসত্য নির্ণয়ের মাপকাঠি
একবার আমার এক বন্ধুর সহিত কোনো কাম না থাকায় আকামে বসেছিলাম চন্দিমা উদ্দ্যানে লেকের পাড়ে। ফলে এই কবিতাটি প্রসব হইল -
উড়ে যায় নিশিপক্ষী , বিমূর্ত সময়
পুলিশের বখরা খাওয়া,
ষন্ডাগন্ডা শিকারির তাড়া
শ্রীহীন ভ্যানিটি খুলে সাজে স্বপ্নকন্যা
দৈবাৎ কিশোর সৌখিন শিকারি
সঞ্চিত সাহসে চুরুট ফুকেঁ।
সবিনয় নিবেদন, 'ল যাই'
'কই', পাখি ডানা ঝাপটায়
একটু কথা টথা কইতাম আর কি !
কথা কইবা কও ? এখানেই কও।
পক্ষীর মায়া হয়, মানুষের বিয়ানোতো
আদর করে বলো, আরো বড় হও, কথা কমুনে।
সোডিয়াম আলোয় প্রতীক্ষায় নিশিপক্ষী
আসে তৃষ্ণার্ত পথিক
আসে সেই কিশোরের দল
কজন দরদে ফেরাবে তাদের
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।