অন্ধের মত ছুঁটতে ছুঁটতে, তোমাকে বুকে জড়াই। সুখ সব উড়াল পঙ্খী, যখন আমি চোখ মেলে তাকাই। পাথর চোখ মোর স্থির, দূর সদূরে খুজি তোমায়। তুষের আগুন বুকে, মাটির শরীর মাটিতে লুটায়। কষ্ট হচ্ছে' কষ্ট বাড়ছে, কষ্টে পুড়ছে হৃদয়। কার জন্যে আর অপেক্ষার পালা, তাইতো আমার চলে যেতে ইচ্ছে হয়। শেষ সময়ে শেষ বারের মত, শেষ ইচ্ছেতে সম্মতি দাও। মাথাটি পাতছি আমি, কোলেতে শেষ ঠাই দাও। চাওয়া পাওয়ার হিসেব এখন সীমিত, সর্বশেষ দেখা হওয়া কি উচিত নয়? তোমার সুখের তরেইতো সরে যাচ্ছি, দোয়াটা অকৃত্রিম' সংসার জীবন যেনো সুখের হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।