আমাদের কথা খুঁজে নিন

   

ছেঁড়া পালের নৌকো আর মাঝির ভাবনা: ৩



এমন দিনে তারে বলা যায়! কি দরকার বলবার? শ্রাবণ বরিষনে মনটা আজ কোথাও নেই যেন। বৃষ্টি এমন সুন্দর রূপে পৃথিবীর আর কোথাও নেই। ধবল বারান্দার গ্রিল বেয়ে ফোঁটায় ফোঁটায় ঝরে পরা বৃষ্টির পানিগুলো যেন আমার হৃদয়ের ওঠানামার সাথে গেছে মিলে। ঝিরিঝির ঝিরঝির। তার প্রাবরণ গায়ে জড়িয়ে আজ অলস চারিদিক।

হলদে ছাতা হাতে পথিক কোথায় যেন যাচ্ছে। চারিদিকে সারিসারি গড়ে ওঠা দালানগুলোও কেড়ে নিতে পারেনি এই চিরন্তন রূপ। রাস্তা জলকাদা মাখামাখি। গাছের সবুজ পাতাগুলো কি যেন বলতে চায়। আয় আয় করে ডাকছে কেন? “সমাজ সংসার মিছে সব, মিছে জীবনের কলরব”।

এই বৃষ্টির অধিবাসনে আজ সব পঙ্কিলতা ধুয়ে মুছে পরিশুদ্ধ হোক, শুধু থেকে যাক ফুল আর আনন্দের সৌরভ। মনের ময়ূর নাচে আজ। আর ওদিকে আমার শর্বাণী খিচুড়ি আর গরুর মাংস নিয়ে ব্যস্ত। আগস্ট ১৫, ২০০৯। দুপুর ১২.১৫।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।