http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
আমার বিষন্ন ক্রোধ
রিক্ত শূন্যতা ।
দিকচক্রহীন অনু কাপে মনের অনুরণনে
সুরের নেশায় চোখে লাগে ঘোর
গ্লাসে ঢেলে গিলি মনের সুখে
ছন্দ-সুখের নুপুরে
মরা উত্তুরে হাওয়া
সন্ধ্যার গুন্ঞ্জনে .. শান্ত দুপুরে
পুকুরের ঘোলাটে জলে
উচ্ছৃঙ্খল আকাশে
তপ্ত হাতের স্পর্শে
লাল সূর্যের কাঠ কাঠ রৌদ্রে
ঝড়ো বৃষ্টির একমনে সুতা বোনাতে
মায়াবী পাখীর চকিত ডানাতে
আনমনে কিছু ছবি আকা
কামার্ত চোখে সুরের নেশা
রক্তে মিশে যায় সুরের বিষ
কাল্পনিক সিরিন্ঞ্জ
গুন গুনে গান গাই
রেওয়াজ ছাড়াই
ড্রামবিট
চাওয়া পাওয়ার কেল্লা ফতে
আমার আমিকে সুরে খুজে পাই
ছন্নছাড়া রংএর তালগোলে
সুরে সুরে ভেসে বেড়াই
সব তুচ্ছ যন্ত্রনা ভুলে
উৎসর্গ : গানপাগলা দের
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।