আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকাব্য : হাতখরচের জন্য রেখেছি কিছু জংলীফুল

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
১. এখানে আর টাকার প্রচলন নেই নেই খুন-খারাবী , রাহাজানি অথবা ডাকাতি, মানুষের রক্ত মানুষ ঝরায় না আজ রক্তখেকোদের মতো চেটে চেটে খায়না কেউ পৃথিবীটা আজ সবুজ আর রঙিন রক্তখেকোদের আমরা চিরবিদায় দিয়েছি পৃথিবী থেকে। মানুষের বুকের গহীন অন্ধকারে জ্বালিয়ে দিয়েছি জোনাকবাতি হানাহানির , হিংসা , লোভ সব ছিলো টাকার দাস তাই পৃথিবীর সব টাকশালে আগুন জ্বেলে দিয়েছি আমরা সেদিন লোভ আর হিংসার আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে গিয়েছিলো। আজ মেয়েদের অলংকার হয়েছে নতুন ফুল সবার পেটে ভরানোর জন্য আছে অঢেল খাবার প্রেমিকার খোপায় আজ চন্দ্রমল্লিকা গাথি আমরা আর হাত খরচের জন্য রাখি কিছু জংলীফুল ~~~~~ ক্রমশ:
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।