আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকাব্য :: সরীসৃপ

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
পুতির মতো চোখের কি সম্মোহন চেরা জিবটা লক লক করে আমার দিকে চেয়ে আছো আমিও চেয়ে আছি আসো সরীসৃপ গিলে খাও আমাকে আস্তে আস্তে রসিয়ে রসিয়ে না হয় আমি তোমাকে খাই রক্তাক্ত তোমার অর্ধেক লেজটা একে বেকে যায় কষাটে মাংসের স্বাদ পাই টুপ টুপ করে রক্ত ঝরে মুখ থেকে পুতির মতো চোখের সম্মোহন কোন ভালোবাসা নাই , ঘৃনা নাই শুধু ক্ষুধার প্রতিবিম্ব সরীসৃপের ফনা ক্রুদ্ধ হিস হিস হিলহিলে শরীর পেচিয়ে ধরো আমায়; গুড়িয়ে দাও ভাঙচুর শেষে বিষটুকু ঢেলে দিয়ে নতমুখে চলে যাওয়া শরীরের কোষে কোষে তোমার আমার অনুতাপের ক্লান্তি ~~~~~~ প্রতিকাব্য: এখনো লেখা হয়নি .. কোন বিশুদ্ধ কবি কোন দিন হয়তো লিখবেন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।