আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকাব্য :: হাত দুটো আজ চোখ হয়েছে

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
তোমার হাত দুটো আজ চোখ হয়েছে আজ রং চেনাটা বড্ড দুরূহ কাজ বাতাস খামচে হেটে ফিরো তুমি ইশারায় ডেকে আনো প্রিয় চেনা সুর শূন্যতায় চিনে নাও প্রিয় মুখের ভাজ আমার চোখদুটো আজ হাত হয়েছে ছিড়ে ফেলি টেনে বাক রংচংয়ে রুমঝুম ঠোটে বুলাই চুম্বক থামিয়ে দেই অনাহূত উৎপাত প্রিয় অবয়ব মুঠো ভরি থিক থিক আশ্লেষে আর ওর হাত দুটো আজ মুখ হয়েছে সুরে সুরে গেয়ে উঠে গান শ্লীল-অশ্লীল শীৎকারে শব্দের ঝড় বেধে ফেলে কোন শব্দকল্প ডেকে আনে হাজার অচিন প্রাণ প্রতিকাব্য : এখোনো লেখা হয়নি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।