আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিকাব্য :: ১০ টাকার হাওয়াই মিঠাই

http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
একটা সুন্দর পার্কে অথবা রাস্তার মোড়ে কেউ হাওয়াই মিঠাই বিক্রি করে রংচংয়ে সুখ ছেলেভুলানো হাওয়াই মিঠাই মিষ্টি স্বাদ, জিভে দেয়ার আগেই গলে শেষ তীব্র মাদকের মতো সেই হাওয়াই মিঠাই ক্লান্ত কেরানি, মাটি কাটা শ্রমিক আটপৌরে গৃহিনী , ভাবুক স্কুলবয়, বেণী দোলানো কিশোরী , বাজখাই বণিক দাগী চোর, ভন্ড বক্তা এককাঠি হাওয়াই মিঠাইয়ের স্বপ্ন দেখে। পোড় খাওয়া পায়ে , দিগন্ত ধরে হেটে হেটে দগদগে ঘা চেপে, খোজে সবাই । কালশিটে পরা নখে, চিড়ে যাওয়া উরু নিয়ে হেটে চলে - পাথুরে রাস্তায় দেবে যাওয়া বালিপথ থিকে থিকে হাটুপানি কষ্টের চোরাবালি পার হয়ে ১০ টাকার হাওয়াই মিঠাই কিনে জিভে দেয়ার আগেই গলে শেষ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।