জন্মিলে মরিতে হবে... এ ভবের রঙ্গ হবেরে ভঙ্গ সবই সাধের এদেহ তোমার মাটিতে মিশাবে....
আমরা সবাই দেশ নিয়ে অনেক চিন্তা-বাবনা করি , কিন্তু যখন তা নিজ স্বাথের হয় তখন দেশের যত বড়ই ক্ষতি হোকনা কেন সামান্য অর্থ সাশ্রয় করার জন্য আমরা তৈরী করি একেকজন মিটার রিডার । যাদের কাজের কোন স্হায়ীত্ব নেই , এরা সরকারি কাজে দায়িত্ব পাওয়া কিছু জমিদার অফিসারদের আশ্রয়ে লালিত । কমিশনের বিনিময়ে তাদের রাখা হয় কোন মহল্লা কিংবা ওর্য়াডে । এবার একজন মিটার রিডারের কথা বলি , নাম তার আলম ।
প্রতিদিন সকালে আমার ঘুম ভাঙ্গে কিছু শদ্ধ শুনে , যেমন : আলম ভাই বাসায় আছেন .... ও: আলম ভাই বাসায় আছেন... আলম ভাই ...
আলম ভাইয়ের ঘুম ভাঙ্গেনা , কিন্ত আমরা যারা আশেপাশে থাকি তারা ঘুম ধরে রাখতে পারিনা , যাক আমাদের কথা নাই বলি ।
প্রতিদিনের ন্যয় আলম ভাইকে ঘুমে রেখে আলম ভাইয়ের বৌ বারান্দায় এসে আলম সাব নাই বলে ভিতরে চলে যায় । অসহায় মানুষগুলো প্রতিদিনের ন্যয় ( যারা আলম ভাইদের তৈরী করে ) কেউ চলে যায় কেউবা সামনে চায়ের দোকানে বসে থাকে (যারা জানে আলম সাব বাসায় আছে ) অপেক্ষায় । এবাবে প্রতিদিন চলতে থাকে । যখন কারো সাথে আলম সাবের দেখা হয়ে যায় তখন বলে সমস্যা নাই , লাইন কাটবনা... আরে আমি আছিনা... যাও..যাও..টাকার ব্যবস্হা কর , সব ঠিক হইয়া যাইবো
আজ সকালে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম প্রতিদিনের ন্যয় কতগুলো মানুষ আলম সাবের বাসার সামনে দেখে কৌতুহল হল , একজনকে জিজ্ঞাস করলাম ভাই সমস্যা কি?
লোক: কইয়েননা ভাই গত মাসে কারেন্ট বিল আইছে ১২০০ টাকা , আলম মিয়ারে কইলাম এত বিল কে ? কইল এই মাসে কমাইয়া দিব, অথচ এই মাসে বিল আইল ১৬০০ টাকা , আবার হেরে দেওন লাগব ২০০ টাকা ।
অন্য লোক : গত ছয় মাস আগে নতূন কারেন্ট লাইন লইলাম ২০,০০০ টাকা খরচ দিলাম , এখনো আমার বিলের কাগজ পাইনাই ।
২/১ দিন পর পর আসি বিলের কাগজের জন্য , এর মধ্যে ৩/৪ দিন হয় ডেসার থেকে লোক আইসা অবৈধ লাইন কইয়া কাইটা দিল , আর একটা মামলার কাগজ ধরাইয়া দিল ।
এই হল আলম সাবের কথা , এখন আমার নিজের বাস্তব অভিজ্ঞতার কথা বলি । আমরা তিনজন মিলে একটা ব্যাবসা দিয়েছি বর্তমানে এর বয়স ৫ মাস । সরকারি সব নিয়ম-কানুন মেনেই বিদ্যুৎ লাইন পেলাম সাথে ১০০% ডিজিটাল মিটার । কিন্ত ৩ মাস যায় , ৪ মাস যায় বিল আসেনা ।
ইউনিট হিসাব করে দেখলম প্রায় ২৫,০০০ টাকা বিল হবে । আমার আশেপাশে কয়েকজনকে জিজ্ঞাস করলাম , সবাই বলে প্রথম বিলতো এমন দেরি হবেই । আমরা একটু নিঃচিন্ত হলাম । হঠাৎ একদিন আমাদের অফিসে হাজির এই এলাকার মিটার রিডার ভাই ।
আ: ভাই বিল কই?
রি: বিলতো অনেক সাব।
আ: তাতে কি , বিলতো দেয়া লাগবে ।
রি: কোন সিষ্টেম করবেন না ।
আ: ১০০% ডিজিটাল মিটার ,সিষ্টেম করবেন কিভাবে ?
রি: ৫০০% ডিজিটাল হইলেও সমস্যা নাই , খালি বিসুদবারে রাইতে মিটার খুইল্লা স্যারের কাছে নিমু , শনিবারে সকালে আপনের ফ্যক্টরীতে মিটার লাগাই দিমু ।
আ: ডিজিটাল মিটারেও এরকম হয় ?
রি: এটা বাংলাদেশ সব অয় , যাই সাব ... মোবাইল নাম্বারটা রাখেন পরে খবর দিয়েন ।
আ: আরে মিয়া বসেন ।
রি: না বস কাম আছে ।
আ: সিষ্টেম কিভাবে বলেনতো
রি: বিলের ৫০% আপনের ৫০% আমার । মোট কথা বিল যদি ২৬০০০ টাকা হয় ১৩০০০ টাকা আমারে দিবেন সব কাজ আমার, আপনের কোন চিন্তা নাই ।
আ: তো সরকারকে কত টাকা দিতে হাবে ?
রি: ৩০০০ টাকার বিল কইরা দিমুনে ।
এই হইল আমাদের অবস্হা , ভাই আমি নিজে খুব চিন্তিত কিন্তু আমার পার্টনাররা খুবই আনন্দিত ।
আমরা বিদ্যুৎ নিয়ে কত আলোচনা কত সমালচনা করি , কিন্তু কখনো কি আমাদের দোষগুলোর কথা চিন্তা করি , যদি না করি তাহলে এখন থেকেই চিন্তা করি অন্তত বভিষ্যত প্রজন্মের জন্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।