আমাদের কথা খুঁজে নিন

   

যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন

সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...

আমার প্রিয় অ্যানিমেশন ছবির লিস্টি বানাতে করতে গেলে মহাভারত সাইজের কিছু একটা পাওয়া যাবে। সেইখানে কুংফু পান্ডার মতো বিশুদ্ধ কমেডিও থাকবে আবার থাকবে ওয়াল্টজ উয়িথ বশির এর মতো ভয়াবহ সিরিয়াস মুভির নাম। কাজেই সেই লিস্টি সহসা করছি না। বরঞ্চ আজকে সেইসব সিনেমাখোরদের জন্য কিছূ অ্যানিমেশন ছবির প্রেসক্রিপশন দিলাম অ্যানিমেশন ছবির নামে যাদের নাসারন্ধ্র বন্ধ হওয়ার উপক্রম হয়, আর ভ্রু চলে আস কপালের মাঝখানে। আর যাই হোক বাচ্চাদের ছবি, নিছক ভঁাড়ামি ইত্যাদি ক্লিশে মন্তব্য নিচের ছবিগুলোর ক্ষেত্রে করা যাবে না এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি।

Persepolis(2007) যদি আপনি অ্যানিমেশন ছবি বলতেই চোখ ধঁাধানো থ্রিডি গ্রাফিক্সের কারুকাজ বোঝেন তবে পার্সেপোলিস আপনার জন্য নয়। ২ডি অ্যানিমেশনেরো বেসিক পর্যায়ে করা হয়েছে এর অ্যানিমেশন, কিন্তু ছবির কাহিনী আপনাকে বিমোহিত করে রাখবে অনেকদিন। এক চঞ্চল, মুক্তপ্রাণ ইরানি বালিকার গল্প পার্সেপোলিস - শৈশব থেকে বড় হয়ে োঠার পথে জীবনের কঠিন বাস্তবতা শেখার এক অনবদ্য কাহিনী। Hotaru No Haka a.k.a Grave Of The Fireflies(1988) অ্যানিমেশন বলতেই হাল্কা মেজাজের ছবি বোঝায় না, অ্যানিমেশন বলতেই বাচ্চাদের ছবি নয় - এ কথারই জ্বলজ্যান্ত প্রমাণ গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজ। শুধু অ্যানিমেশন নয়, বরং আমার দেখা সেরা যুদ্ধের ছবিগুলোরও একটি এই ছবিটি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমায় বোমায় পর্যদুস্ত জাপানের দুই সদ্য এতিশ ভাইবোনের বেঁচে থাকার লড়াইয়ের কাহিনী গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজ। এই ছবিটা অন্তত কারো মিস করা উচিত নয়। Coraline(2009) পুরোপুরি অসাধারণ কাহিনী। যদিো বইটা আমি পড়িনি তবুও বলতে পারি যে কাহিনীর অসাধারণ চিত্রায়ণ। কোরালাইন দেখতে বসেছিলাম একটা হাল্কা ছবি দেখবার আশায় - কিন্তু এতটা ডার্ক কাহিনী হবে আমি ঘুণাক্ষরেও টের পাইনি।

কাহিনীর হিন্টস আর দিলাম না, নিজেরা দেখে নেবেন। Sen to Chihiro no kamikakushi a.k.a Spirited Away(2001) স্পিরিটেড অ্যাওয়ের কাহিনী পড়ে আমার মোটেও পছন্দ হয় নি। নেহাৱ রেটিং এতটা বেশি, নয়তো খুব সম্ভবত মুভিটা কখনোই দেখা হতো না। এরকম একটা আজগুবী কাহিনী দিয়ে এতো দারুণ একটা ছবি বানানো যায় সেটা এ ছবির নির্মাতারা দেখিয়ে দিয়েছেন। তবে ছবিটা শেষ করলেই দর্শকেরা বুঝতে পারবেন যে কাহিনী যতটা আজগুবী মনে হয়েছিল ততটা আজগুবী নয়।

বন্ধুত্ব, বিশ্বাস আর ভালোবাসার ছবি স্পিরিটেড অ্যাওয়ে আশা করি কেউ মিস করবেন না। Vals Im Bashir a.k.a Waltz With Bashir(2008) একটা অ্যানিমেশন মুভিকে বেস্ট ফিল্মের নমিনেশন পেতে দেখে আমার মতো অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু ছবিটা দেখে থাকলে তাদেঁর বিস্ময়ভাব কেটে যাওয়া উচিত। ছবিতে ডিরেক্টর তাঁার নিজের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ তুলে ধরেছেন। মেকিং এবং কাহিনী অসাধারণ।

অ্যানিমেশন স্টাইলটাও পুরোপুরি ইউনিক। এবং এটাও আমার পছন্দের যদ্ধের ছবিগুলোর একটা। NightMare Before Christmas(1993) টিম বার্টন ম্যাজিক। টিম বার্টনের এই ধরনের গথিক টাইপের মুভি সবসময়ই প্রিয়। অ্যামেরিকার অতি জনপ্রিয় দুটি উৎসব ক্রিসমাস এবং হ্যালোউয়িনের লড়াই।

ক্রিসমাস ভিলেজে সান্তা ক্লজ আর এল্ফদের আনন্দ করতে দেখে হ্যালোউয়িন টাউনের রাজা জ্যাকের ইচ্ছে হয় তারাও ক্রিসমাস পালন করবে। এবার তাই হ্যালোউয়িনের চরিত্রদের ক্রিসমাস পালনের পালা। আমার দেখা অন্যতম সেরা মিউজিকাল। Akira(1988) যেকোন অ্যানিমে ফ্যানের জন্য আকিরা দেখা ফরয। আকিরা এক মটরসাইকেল গ্যাংয়ের কাহিনী।

সাধারণ গতিপ্রেমী এক যুবকের সরকারের এক গোপন প্রজেক্টের সাথে জড়িয়ে পড়বার কাহিনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.