Life is passing
little by little
like clouds – Kaori Amano
দিকভ্রান্ত আমাদের এ স্বাধীনতা। আমাদের স্বাধীনতার চেতনায় ছিল গণতন্ত্রের বিনির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতিতে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠাকরণ এবং সর্বোপরি সাম্যবাদি চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ নামের এ ভূখন্ডের জনগোষ্ঠির মাঝে অর্থনৈতিক বৈষম্য হ্রাসকরণ। কিন্তু দূভার্গ্য, স্বাধীনতার সেই শৈশবেই আমরা স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের ষঢ়যন্ত্রে বিসর্জন দেই স্বাধীনতা চেতনায় উজ্জীবিত আমাদের সব শুভ চিন্তা। এ ষঢ়যন্ত্রের শিকারে আমরা হত্যা করি স্বাধীনতার স্থপতি. বাঙালি জাতির প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবকে। আর সেই থেকেই শুরু আমাদের পতন পর্ব।
একে একে আমরা হত্যা করি কর্ণেল তাহের, খালেদ মোশারফ এবং সেনাবাহিনীতে কার্যরত অগণিত সাহসী বীর মুক্তিযোদ্ধাদের। এমনকি জেলখানায় বন্দী জাতীয় চার নেতা, তাজ উদ্দিন, নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী -- যাদের সক্রিয় দেশপ্রেম আমাদের স্বাধীনতাকে ত্বরাণ্বিত করেছিল তাদেরকেও বর্বোরচিতভাবে হত্যা করতে আমরা দ্বিধা করিনি। এই সব মহান দেশপ্রেমী মুক্তিযোদ্ধাদের হত্যার সাথে সাথে আমরা আমাদের স্বপ্ন মুক্তিযুদ্দ্ধের চেতনার টুটি চেপে ধরেছি। তাই আজ স্বাধীনতার প্রায় আটত্রিশ বছরের মাথায়ও আমরা ব্যর্থ গণতন্ত্রের সঠিক ভিত বিনির্মাণে। সাম্প্রদায়িক সম্প্রীতিকে হেলায় অবজ্ঞা করে ধর্মভিত্তিক রাজনীতিকে আস্কারা দিয়েছি।
ভাবতে অবাক লাগে এই স্বাধীন বাংলাদেশেই চিহ্নিত সাম্প্রদায়িক শক্তির হোতা, একাত্তরের পরাজিত নরপশু নিজামী, মুজাহিদরা নি:শঙ্কে মন্ত্রিত্ব করে গেছে। আমাদের স্বাথর্পর নিষ্ক্রিয়তা, যাপিত জীবনের গড্ডালিকা প্রবাহেই স্বাধীনতা যু্দ্ধে যা ছিল আমাদের অর্জন তা করতে হয়েছে বিসর্জন। এ ভাবনা থেকেই উৎসারিত গত জোট সরকারের আমলে তাজা কলমের কবিতা:
দিক ভ্রান্ত স্বাধীনতায় যাপিত জীবন
এমনি করেই দিন চলে যায়
দিন চলে যায় .....
এক সময়-এই সেদিন
প্রত্যাশা ছিল সোনালী সূর্য্যের -
সত্যরথের আরোহী আমরা
শিল্পী সুলতানের পেশীবহুল
মানববৃক্ষ রোপণে
বদলে দেব বাংলার জনপদ।
এমনি করেই দিন চলে যায়
দিন চলে যায় ......
এই সেদিন-একাত্তরে
রক্তস্নাত মুক্তিযোদ্ধার পবিত্র আত্মা সাক্ষী,
প্রত্যয় ছিল ধর্ম বেসাতী
ঘাতক-দালালের অনির্বায ধ্বংস-
উদ্ভাসিত স্বর্গ সুষমায়
বাংলার শ্যামল অবয়ব।
অথচ এখনো বাংলার মুখ
রুগ্ন শিশুর আহাজারি চীৎকার
বুভুক্ষু মানবের অসহায় আর্তনাদ-
পবিত্র এ পূণ্যভূমে
হোলি খেলে ইবলিশের চেলা
একাত্তরের পরাজিত কতিপয় মুখ।
এমনি করেই দিন চলে যায়
দিন চলে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।