সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
আত্মীয় গরীব হলে মানুষ তাকে করে অবজ্ঞা আর ধনী হলে করে ঈর্ষা। অবজ্ঞা হল অহংকারের লক্ষণ আর ঈর্ষা হীনম্মন্যতার। অবজ্ঞা ও ঈর্ষা সুস্থ সমাজ গঠনের কোন উপাদান নয়, বরং সমাজকে পুড়িয়ে দেয়ার ইন্ধন। আর এতো জানা কথাই যে, অহংকার পতনের মূল আর হীনম্মন্যতা মানুষকে কখনো মহৎ করে না। মানুষ স্বভাবতই পতনের প্রত্যাশী নয় বরং মহৎ হবার আকাঙক্ষা তার মাঝে সুপ্ত।
মানুষের এ সুপ্ত চেতনাবোধকে জাগিয়ে তোলাই সমাজ মানস্ক মানুষের কর্তব্য। যারা সমাজ নিয়ে ভাবেন সুস্থ সমাজ গঠনের মুখ্য উপাদান গুলোর মাঝে পুষ্টি সঞ্চারের সর্বাত্মক প্রচেষ্টা নিতে তাদেরই এগিয়ে আসা প্রোয়োজন। আবার
সমাজ গঠনে সবাই সমান অবদান রাখতে পারেন না। সবার যোগ্যতা যেমন সমান নয় সবার আগ্রহও সমান প্রবল নয়। তাই সুস্থ সমাজ ও দেশ গঠনে উপযুক্ত নেতৃত্ব অপরিহার্য।
আল্লাহর নির্দেশ, রাসুল সাঃ শিক্ষা, কোরআনের আহবান অনুসরণের মাধ্যমেই মানুষ শুধুএ সমস্ত গলিজ ক্ষতির নিরাময় ঘটাতে পারে। সে নির্দেশ, সে শিক্ষা, সে আহবান কোন উপযুক্ত শিক্ষকের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে নি, কিংবা পৌঁছেতে দেয়া হয়নি। ফলে ভুল পদ্ধতিতে,ভুল মানুষের মাধ্যমে, অপরিপক্ক মানুষের কাছে ইসলামের অস্বচ্ছ ধারণা পৌঁছে গেছে। ফলে আজ আমরা প্রায় হঠাৎ করেই ইসলামের নামে কিছু বিপথগামী মানুষের আত্মঘাতী হামলার শিকার হচ্ছি। ইসলামের মূল জিনিস বাদ দিয়েছি বলেই ভুল জিনিসের আক্রমণ আমাদের ওপর চেপে বসেছে, বাজারে যদি আসল ঔষুধের সরবরাহ না থাকে তাহলে ভেজাল ঔষুধেই তার আনাচ-কানাচ ভরে যাবে..।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।