দেশের সবচেয়ে বড় বায়োটেকনোলজি প্রতিষ্ঠান তৈরি হচ্ছে নদীয়ার কল্যাণীতে। ভারত সরকারের আর্থিক সাহায্যে তৈরি হবে এই বায়েটেকনোলজি’র অত্যাধুনিক প্রতিষ্ঠানটি। ন্যাশানাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স নামের এই সংস্থাটি দুই বছরের মধ্যে কাজ শুরু করবে। কল্যাণীর নেতাজী সুভাষ টিবি হাসপাতালের ৩০ একর জমির ওপর ৪৫০ কোটি ব্যয়ে তৈরি হবে এটি। জিন নিয়ে মূলত গবেষণা চালাবে বায়ো ন্যাশানাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স। কোন জিনের কোন অংশের সামান্য পরিবর্তন ঘটাতে পারলে রোগের মুক্তি মিলবে এই নিয়েই মূলত গবেষণা চালাবে এই প্রতিষ্ঠান। কেন্দ্রীয় বায়োটেকনোলজি দপ্তরের সচিব এম কে ভান জানিয়েছেন ভবিষ্যত জিন প্রযুক্তি নির্ভর চিকিৎসায় দিকে তাকিয়ে তৈরি হচ্ছে ঐ প্রতিষ্ঠানটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।