আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অতিথিশালা

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অতিথিশালা পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম হল পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটি সংস্থা ৷ পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটকদের নানা সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার এটি স্থাপন করেন ৷ এই সংস্থার প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত ৷ যোগাযোগের ঠিকান কলকাতা টুরিজম সেন্টার, ৩/২ বি.বা.দী বাগ (পূর্ব্ব), কলকাতা - ৭০০০০১ দুরভাষ +৯১ ০৩৩ ২২৪৩৭২৬০ শিলিগুড়ি এম ফোর বিল্ডিং, হিলকার্ট রোড, শিলিগুড়ি দুরভাষ +৯১ ৯৭৩৩০০৮৭৮৫ ওয়েব সাইট http://www.westbengaltouirsm.gov.in এই সংস্থার অধীনে সমস্ত অতিথিশালা বা লজগুলির তালিকা নীচে দেওয়া হল বকখালি, দক্ষিন ২৪ পরগণা জেলা [সমুদ্র সৈকত] বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা [ঐতিহাসিক নিদর্শন] বহরমপুর, মুর্শিদাবাদ জেলা [ঐতিহাসিক নিদর্শন] দীঘা, পূর্ব্ব মেদিনীপুর জেলা [সমুদ্র সৈকত] জলদাপাড়া, জলপাইগুড়ি জেলা [অভয়ারণ্য] কালিম্পঙ (হিলটপ), দার্জিলিং জেলা [শৈল শহর] কালিম্পঙ (তাশিডিং), দার্জিলিং জেলা [শৈল শহর] কার্শিয়াং, দার্জিলিং জেলা [শৈল শহর] মালদা, মালদা জেলা [ঐতিহাসিক নিদর্শন] মালবাজার, জলপাইগুড়ি জেলা [পর্ব্বতের পাদদেশ ও অরণ্য] শান্তিনিকেতন, বীরভূম জেলা [আশ্রম ও বিশ্ববিদ্যালয়] মাইথন, বর্ধমান জেলা, [বাঁধ ও হ্রদ, তীর্থক্ষেত্র] দুর্গাপুর (পথিক মোটেল), বর্ধমান জেলা, [শিল্প শহর] গাদিয়াড়া, হাওড়া জেলা, [নদীর উপকূলে চড়ুইভাতির স্থান] সজনেখালী, দক্ষিন ২৪ পরগণা জেলা [অভয়ারণ্য] তারকেশ্বর, হুগলী জেলা [তীর্থক্ষেত্র] ডায়মন্ড হারবার, দক্ষিন ২৪ পরগণা জেলা [নদীর উপকূলে চড়ুইভাতির স্থান] দার্জিলিং, দার্জিলিং জেলা [শৈল শহর] শিলিগুড়ি (মৈনাক), দার্জিলিং জেলা [নগর] ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা জেলা [সেনানিবাস ও ঐতিহাসিক নিদর্শন] রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলা [পক্ষীনিবাস] কলকাতা (উদয়াচল, সল্টলেক), কলকাতা জেলা [মহানগর] রানী শিরোমনি পর্যটক আবাস, পশ্চিম মেদিনীপুর জেলা, [অরণ্য]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.