আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।
পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অতিথিশালা
পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম হল পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটি সংস্থা ৷ পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটকদের নানা সাহায্যের জন্য পশ্চিমবঙ্গ সরকার এটি স্থাপন করেন ৷ এই সংস্থার প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত ৷ যোগাযোগের ঠিকান
কলকাতা
টুরিজম সেন্টার, ৩/২ বি.বা.দী বাগ (পূর্ব্ব), কলকাতা - ৭০০০০১
দুরভাষ +৯১ ০৩৩ ২২৪৩৭২৬০
শিলিগুড়ি
এম ফোর বিল্ডিং, হিলকার্ট রোড, শিলিগুড়ি
দুরভাষ +৯১ ৯৭৩৩০০৮৭৮৫
ওয়েব সাইট http://www.westbengaltouirsm.gov.in
এই সংস্থার অধীনে সমস্ত অতিথিশালা বা লজগুলির তালিকা নীচে দেওয়া হল
বকখালি, দক্ষিন ২৪ পরগণা জেলা [সমুদ্র সৈকত]
বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা [ঐতিহাসিক নিদর্শন]
বহরমপুর, মুর্শিদাবাদ জেলা [ঐতিহাসিক নিদর্শন]
দীঘা, পূর্ব্ব মেদিনীপুর জেলা [সমুদ্র সৈকত]
জলদাপাড়া, জলপাইগুড়ি জেলা [অভয়ারণ্য]
কালিম্পঙ (হিলটপ), দার্জিলিং জেলা [শৈল শহর]
কালিম্পঙ (তাশিডিং), দার্জিলিং জেলা [শৈল শহর]
কার্শিয়াং, দার্জিলিং জেলা [শৈল শহর]
মালদা, মালদা জেলা [ঐতিহাসিক নিদর্শন]
মালবাজার, জলপাইগুড়ি জেলা [পর্ব্বতের পাদদেশ ও অরণ্য]
শান্তিনিকেতন, বীরভূম জেলা [আশ্রম ও বিশ্ববিদ্যালয়]
মাইথন, বর্ধমান জেলা, [বাঁধ ও হ্রদ, তীর্থক্ষেত্র]
দুর্গাপুর (পথিক মোটেল), বর্ধমান জেলা, [শিল্প শহর]
গাদিয়াড়া, হাওড়া জেলা, [নদীর উপকূলে চড়ুইভাতির স্থান]
সজনেখালী, দক্ষিন ২৪ পরগণা জেলা [অভয়ারণ্য]
তারকেশ্বর, হুগলী জেলা [তীর্থক্ষেত্র]
ডায়মন্ড হারবার, দক্ষিন ২৪ পরগণা জেলা [নদীর উপকূলে চড়ুইভাতির স্থান]
দার্জিলিং, দার্জিলিং জেলা [শৈল শহর]
শিলিগুড়ি (মৈনাক), দার্জিলিং জেলা [নগর]
ব্যারাকপুর, উত্তর ২৪ পরগণা জেলা [সেনানিবাস ও ঐতিহাসিক নিদর্শন]
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর জেলা [পক্ষীনিবাস]
কলকাতা (উদয়াচল, সল্টলেক), কলকাতা জেলা [মহানগর]
রানী শিরোমনি পর্যটক আবাস, পশ্চিম মেদিনীপুর জেলা, [অরণ্য]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।