আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমবঙ্গ



পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের একটি রাজ্য। পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় নয় কোটি দশ লক্ষ। জনসংখ্যার ভিত্তিতে এটি ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য এবং বিশ্বের সপ্তম বৃহত্তম অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গের আয়তন ৩৪,২৬৭ মা২ (৮৮,৭৫০ কিমি২)। , ভুটান ও বাংলাদেশ রাষ্ট্র এবং ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম রাজ্য অবস্থিত।

এই রাজ্যের রাজধানী কলকাতা। উত্তরের হিমালয় পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত কয়েকটি অঞ্চলকে বাদ দিলে এ রাজ্যের অধিকাংশ এলাকাই গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তর্গত। অধুনা যে ভূখণ্ডটি পশ্চিমবঙ্গ নামে পরিচিত, সেটি প্রাচীনকালে বঙ্গ, রাঢ়, পুণ্ড্র ও সুহ্ম জনপদের অন্তর্গত ছিল। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে অশোক এই অঞ্চল জয় করেন। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে পশ্চিমবঙ্গ গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল।

ত্রয়োদশ শতাব্দীতে পশ্চিমবঙ্গে সুলতানি শাসনের গোড়াপত্তন হয়। এরপর অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করে। ব্রিটিশ শাসনে কলকাতা একটি প্রধান শহর হিসেবে বিকাশ লাভ করেছিল। বিংশ শতাব্দীর প্রথম দশক অবধি কলকাতাই ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। আবার এই সময়েই পাশ্চাত্য শিক্ষার প্রভাবে কলকাতাকে কেন্দ্র করে বাংলার সমাজ, সংস্কৃতি ও হিন্দুধর্মে একটি সংস্কার আন্দোলন শুরু হয়; এটি বাংলার নবজাগরণ নামে পরিচিত।

বিংশ শতাব্দীর প্রথমার্ধ্বে পশ্চিমবঙ্গ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কেন্দ্র। ১৯৪৭ সালে ব্রিটিশ বাংলা প্রদেশ ধর্মের ভিত্তিতে বিভাজিত হলে হিন্দুপ্রধান পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্যের আকারে ভারতের অন্তর্ভুক্ত হয়। বিংশ শতাব্দীর শেষার্ধ্বে পশ্চিমবঙ্গে বামপন্থী মতবাদ ও আন্দোলন প্রসার লাভ করে। ১৯৭৭ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ শাসন করে কমিউনিস্ট বামফ্রন্ট সরকার। ২০১১ সালের নির্বাচনে বামফ্রন্টকে পরাজিত করে দক্ষিণপন্থী দল তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছে।

কৃষিপ্রধান পশ্চিমবঙ্গ ভারতের নিট আভ্যন্তরিণ উৎপাদনের ষষ্ঠ বৃহত্তম অবদানকারী। পশ্চিমবঙ্গ রাজনৈতিক ও সাংস্কৃতিক সক্রিয়তা জন্য বিশেষ পরিচিত। বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান এবং স্থানীয় বাসিন্দাদের সংস্কৃতি-প্রীতির জন্য কলকাতাকে "ভারতের সাংস্কৃতিক রাজধানী"-ও বলা হয়। ভারতের অন্যান্য রাজ্যে ক্রিকেট খেলা ব্যাপক জনপ্রিয় হলেও, পশ্চিমবঙ্গে ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলাও বিশেষ জনপ্রিয় ও সমাদৃত। এটিও এ রাজ্যের একটি বৈশিষ্ট্য।

পশ্চিমবঙ্গে দু'টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে―দার্জিলিং হিমালয়ান রেল ও সুন্দরবন জাতীয় উদ্যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.