আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নরা এবং একজন স্বপ্নভুকের কথা...............

স্বপ্নগুলো ছুঁতে গিয়ে স্বপ্নের নেশায় মাতাল এক দিকভ্রান্ত যুবক !

কোন এক সময় বাবা বলতেন, যদি কখনো মনে কর যে মিথ্যা, লোভ এবং অহংকার ত্যাগ করতে পেরেছ তাহলে বুঝবে তুমি মানুষ হয়েছ। জীবনে যদি বড় হতে চাও তাহলে উপরের দিকে তাকাবেনা, তাতে তোমার কষ্টই বাড়বে। নিচের দিকে তাকিয়ে দেখ; দেখবে তোমার নিচেও অনেক মানুষ আছে। নিজের মত করে এগুবে, দেখবে একদিন তুমিও অনেক বড় হয়ে গেছ অথচ তুমি নিজেও জানবেনা। সে সময় বাবার কথাগুলো কেমন জানি অর্থহীন মনে হত।

ইদানীং বাবার কথাগুলো দারুন ভাবে নাড়া দেয়। আকাশকুসুম স্বপ্নভুক মানুষদের একজন মনে হয় নিজেকে। অথচ নিজের দেখা স্বপ্নগুলোর কাছে আমি ছিলাম বড় নগন্য। মনে পড়ে সেইসব দিনগুলির কথা। আমার ব্যাটিং তান্ডবে মুগ্ধ হয়ে অনেক দূরের এলাকায় হায়ারে খেলতে নিয়ে যেত তিনশ টাকার বিনিময়ে।

তখন স্বপ্ন দেখেছিলাম একজন বড়মাপের ব্যাটসম্যান হবার। সেই স্বপ্নের মৃত্যু ঘটেছিল এইচ এস সি পরীক্ষার আগের রাতে খেলতে গিয়ে সন্ধ্যার পরে বাড়ী ফেরায় আমার ২৫০০ টাকা দামের প্রিয় ব্যাটটা যখন মায়ের চুলার লাকড়ী হল। সে রাতে বাবা বাড়ী থেকে ডাইরেক্ট বোল্ড করে দিয়েছিলেন। রাতে খালার বাসায় থেকে পরদিন বাবা না দেখে মত বাড়ী থেকে এডমিড কার্ড নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষায় হার জিতের ভয়ে ভিড়েছিলাম তাবলীগের দলে।

স্বপ্ন দেখেছিলাম যদি পাশ না করি তাহলে বাকী জীবনটা তাবলীগবাসি হয়ে কাটিয়ে দেবার। সেই স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে হয়ে গেল এইচ এস সি পাশের সংবাদে। সিমেন্টের বস্তা কাঁধে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চোখের পানি আর কপাল বেয়ে পড়া ঘামে দেখতাম জীবন ও জীবিকার প্রহসনে স্বপ্নগুলোর অপমৃত্যু। হাউজ কিপারের ড্রেস গায়ে চাপিয়ে হোটেলের টয়লেট সাফ করার কোন এক অবসরে জানালার পর্দা সরিয়ে ঈদের আনন্দ মিছিলে মানুষের বন্যায় ভেসে যেতে দেখেছি আমার স্বপ্নগুলো। স্বপ্ন ভাঙার এক বুক ব্যাথা নিয়ে হোটেল হিলটনে ওয়েটারের ব্লেজার গায়ে চাপিয়ে টিপসের আশায় গেষ্টের সামনে আমি পারিনি বিমানবালার হাসি হাসতে।

একদিন স্বপ্নের ছেঁড়া পালে ঠিক ই হাওয়া লাগতে শুরু করেছিল। আবারো বুনেছিলাম স্বপ্নের জাল। পাগলাটে স্বপ্নগুলো একে একে মুঠোবন্দি হতে থাকে। কাউকে আপন করে পাবার উন্মাদীয় নেশায় একদিন দেখি, আমার স্বপ্ন আরেকজনের আঘাতে প্রথম লাল রং ঝরিয়ে শ্রান্ত হয়তোবা আমোদিত। আর আমি ???? স্বপ্নদোষের যাতনায় পুরোপুরি বিদ্ধস্ত , দুঃস্বপ্নের করোটিতে নিমজ্জিত।

পাঁচজন মানুষের একটা পরিবারের কথা ভেবে প্রেম ভালোবাসা নামের স্বপ্নগুলোকে ছুটি দিয়ে আবারো উঠে দাঁড়াই। তাদের স্বপ্নে নিজকে বিলিয়ে দিতে আবারো নিজেকে পুনর্বাসন করি। স্বপ্নগুলো ছোঁয়ার নেশায় চলতে চলতে ক্লান্ত শরীর বিদ্রোহ করে উঠে। তখনই নিচের দিকে তাকিয়ে দেখি স্বপ্নের মহাসাগরের একহাঁটু পানিতে আমি দাঁড়িয়ে ; সামনে বিশাল সাগর – আমাকে পাড়ি দিতে হবেই। স্বপ্নদেখি একদিন আমার নিজেরও একটা ব্যাবসায়িক প্রতিষ্ঠান হবে।

আফ্রিকাতে নিয়ে যাব বাংলাদেশী ঔষধ। আমার অফিসের ঝাড়ুদার থেকে শুরু করে সবাই হবে আমার বন্ধু। কয়েকটা বাংলাদেশী কোম্পানীর সাথে এগ্রিমেন্টও করে এসেছি। স্বপ্নে বিভোর আমি শুধু পারিনি বাবার দেখানো পথের মানুষ হতে। নিজের অজান্তে অবচেতন মন বলে উঠে, কে আমি ??? কেনই বা এমন কন্টকময় পথে পথচলা ??? আমি শুধুই জানি - স্বপ্নগুলো ছুঁতে গিয়ে স্বপ্নের নেশায় মাতাল আমি এক দিকভ্রান্ত যুবক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।