আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নরা জমে আছে

আমার লেখা পড়ে..................

আমার স্বপ্নের পাখিরা ঘুম খোজে তোমার ডানায় ডানায়
তুমি থাকো কোন সূর্যের তলে, কোন নদীর জলে?
মেঘেরাও আজ পরবাসী, পরবাসী মেঘ, পরবাসী বেচে থাকা
পরযায়ী পাখির ছায়া পড়ে চোখের সীমানায়
অথচ তাদের গন্ধ বা রুপ যেন দূর নক্ষত্র বিথীর কবিতা
তোমার আচলে আচলে লেগে আছে আমার দৃষ্টি ও স্পর্শরা
তুমি থাকো কোন নদীর বাতাসে, কোন জোছনায়?
আমার স্বপ্নরা জমে আছে তোমার নিশ্বাসে নিশ্বাসে ।

শীতলতার স্পর্শে ঘুম ভেঙ্গে যায় মাছেদের, জলজ ফুলেদের
তুমি বর্ণীল বিছানায় ঘুমিয়ে থাকে নিয়মিত উষ্ঞতায়
এখানে আছো, এই নদীতে বা ভেসে আসা মেঘেদের শহরে?
আমি ক্রমাগত মূখ ও বধির, মাছ ও জলজ ফুলের বিছানা
আমি রাত্রি খুজি, আমি নিশ্বাস খুজি,আমাকে খুজি এবং স্বপ্ন
অত:পর
ঔষধের দোকান থেকে কিছু ঘুম কিনি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।