আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নরা ফিরে আসে



৩৫) স্বপ্নরা ফিরে আসে আলোয় মেখে রংধনু রং এ সেজে স্বপ্নরা ফিরে আসে। কথার মালা গাঁথা যতটুকু জীবন, ভাবনার সিড়িতে তা ফিরে ফিরে আসে মনের আঙিনায়। নীলক্ষেত শাহবাগ টি এস সি বাংলা একাডেমীর বইমেলা। স্মৃতিগুলো ভীড় করে আসে চোখের তারায়। হারানো দিন হারানো মানুষ হারানো সময় ফাল্গুন এলে সব ফিরে ফিরে আসে, হৃদয়ের বাসভূমে।

সেই সব ধূলি উড়ানো বিকেল। বাংলা একাডেমীর চত্বরে সেই বটতলায় সুরে গানে কবিতায় বন্ধুর হাত ধরে হেটে যাওয়া প্রানের মেলায়। নুতন বইএর গন্ধ মাতানো বাতাস ফিরে ফিরে আসে। ভৌগলিক দুরত্ব আকাশ নদী সমুদ্র থেকে দুরে থেকেও সেইসব দিন ফিরে ফিরে আসে। বুকের মধ্যে জমাট হয়ে থাকা দুঃখরা শব্দ হয়ে ভেজায় আমার চোখ।

সেইসব ধুলি উড়ানো বিকেল কই আসেনাতো আর! আসেইনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।