সাভারের ভবনধসে ব্যাপক হতাহতের ঘটনায় আজ সোমবার মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ২৪ এপ্রিলের ভবনধসের ঘটনার পর আন্তরিকতা, পেশাদারত্ব ও কার্যকরভাবে উদ্ধারকাজ চালানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার বিষয়টি প্রত্যেক নিহত বা আহত ব্যক্তির পরিবারের চাহিদা বিবেচনা করে দেওয়া হবে। যেসব নিহত বা আহত ব্যক্তির মা-বাবা, ভাইবোন বেঁচে আছেন, তাঁরা যেন সহায়তা পান—এ বিষয়টি নিশ্চিত করা হবে।
সহায়তা দেওয়ার আগে একটি তালিকা করা হবে।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, মন্ত্রিসভায় গৃহীত শোক প্রস্তাবে ভবনধসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।
বৈঠকে জানানো হয়, রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত দুই হাজার ৮১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৬৩৭ জনকে জীবিত অবস্থায় ও ৩২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, একজন প্রতিমন্ত্রীর নেতৃত্বে পোশাক কারখানাগুলোর জন্য আরেকটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই কমিটি প্রতিটি পোশাক কারখানা পরিদর্শন করবে। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব প্রতিনিধিরা থাকবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী বিল্ডিং কোড হালনাগাদ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।