আমাদের কথা খুঁজে নিন

   

একজন ‘মৃত’ ব্যক্তির গল্প

রাজনীতি ও অর্থনীতি এই দুই সাপ পরস্পর পরস্পরকে লেজের দিক থেকে অনবরত খেয়ে যাচ্ছে

১. আমার বসের সঙ্গে কাজ করতে সুবিধা-অসুবিধা দুটোই আছে। মাঝে মধ্যে অতি মধুর ব্যবহার, কখনো ঝাড়ি। সেইদিন ছিল ঝাড়ির দিন। ঝাড়ি খাইয়া মেজাজ খারাপ। রাম্তায় ট্যাক্সি পাইলাম না।

মেজাজ আরো বিলা। বাসায় ফিরতে ফিরতে মহাক্লান্ত। দরজা খুলে দিলো ৭ বছরের পুরোনো বউ। কিন্তু দেখলাম যেন নতুন বউ, সেজেছে, চুলও কি কেটেছে? শাড়িটাও মনে হল নতুন, নাকি অনেক দিন পড়ে না? মনে হলো মুগ্ধ যখন হয়েছি তখন কিছু একটা বলা দরকার। বললামও, ‘তোমাকে আজ একদম পরের বউ এর মতো লাগতাছে’ এই জীবনে এখন পর্যন্ত আমার বউকে দেওয়া এটাই আমার সেরা কমপ্লিমেন্টস।

২. আমার ছেলের বয়স ২ বছর ৯ মাস। রাতে ঘুমাতে গেছি, ছেলে বলে, ”বাবা, আম্মুর জ্বালায় ঘরেই থাকা যায় না!!”। ছেলের উপলিব্ধতে আমি মহামুগ্ধ। আমি যা বলতে পারলাম না ছেলে কেমন অবলীলায় বলে দিল। সকালে বের হয়ে রাতে বাসায় ফিরি।

বউয়ের প্রশ্ন, বাসায় ফিরতে ভাল লাগে না? আমি অফিসের অজুহাত দেই। আর মনে মনে ছেলের কথাটা মনে করি। আমার বুক ফাটে তো মুখ ফোটে না! ৩. গত মাসের ঘটনা। একিদন বাসায় যেয়ে দেখি ছেলে দুই কানে তুলা দিয়ে ঘুরতাছে। জিগাইলাম, বাবা কানে তুলা কেন।

ছেলে বললো, আম্মু আর আপু খালি জোরে জোরে কথা বলে। কয়েক দিন ধরে ভাবছি তুলা কিনতে হবে কয়েক টন। ৪. জীবনের কিছু দ্বন্দ্ব তুমি যা চাও তা পাও না (ভালবাসা) আবার যা পাও তা উপভোগ করো না (বিয়ে) যা উপভোগ করো তা আবার চিরস্থায়ী নয় (বান্ধবী) যা চিরস্থায়ী সেটা আবার বিরক্তিকর (বউ)। ৫. এই এসএমএসটা আমার এক বিবাহিত বন্ধু পাঠাইছিল। ইংরেজি তর্জমা কইরা দিলাম সবসময় মানিব্যাগে স্ত্রীর ছবি রাখুন।

যখনই বড়ো কোনো সমস্যায় পড়বেন তখন মানিব্যাগ বের করে স্ত্রীর ছবিটা দেখবেন, আর মনে করবেন এর চেয়ে বড় সমস্যা আর কিছুই হতে পারে না। (সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার মানি ব্যাগে আমার বউয়ের ছবি নাই) ৬. সরকারের উচিত ব্যাচেলরদের উপর ১৫ শতাংশ কর বসানো। কিছূ মানুষ অন্যদের তুলনায় সুখে থাকবে এটা তো হতে পারে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.