আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
আরামবাগ মোড়টা ঘুরতেই দেখলাম, শিশুটি কাঁদছে
তার নয়ন জুড়ে জল, ভাসছে চোয়াল, মুখ
তার হাত দুটো সামনে প্রসারিত, সে ডাকছে, কাকে যেন
ফুটপাতের কোল ঘেষে দাড়িয়ে আছে মেট্রো পরিবহন, সিটি বাস
দামী দামী গাড়িগুলোর কণ্ঠ হয়ে সজোরে ডাকছে হর্ণ
শিশুর কান্না চাপা পড়ে যাচ্ছে রিক্সার টুং টাং শব্দে, হকারের মতিঝিল মতিঝিল চিৎকারে। শিশুটি কেঁদেই চলছে, অবিরাম, ওর চোখ বেয়ে নামছে আশার-পতন, হাত দুটো প্রতিক্ষা দেখছে ভালবাসার-যতন
আমার রিক্সা তাকে ছাড়িয়ে নটরডেম-গেট পার হচ্ছে, গাড়ির হর্ণ বাড়ছে, রিক্সার বাড়ছে টিং টং, ছাত্রদের কোলাহল নজর কাড়ছে পথিকের, আমার
কানে বাজছে ঐ শিশুর কান্না,
ওর আশার হাড়িতে হৃদয়ের উনুনে হতাশাদের রান্না। স্রোতের মত মানুষ, গাড়ি, রিক্সা শাপলা চত্বরের দিকে ধায়,
কেবল (মনে হয়) এতক্ষনও শিশুটি দাড়িয়ে রয়েছে, অসহায়, নিরুপায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।