আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় ছুঁতে চাই



দেখলেই স্পর্শ পাই । তবু কেন ছুতে চাই । ছুঁলে বুঝি জ্বলে পুড়েই যাই । তাই বুঝি এত করে চাই । কি আছে তোমার অন্তরে তোমার অন্দরে? আমাকে দিতে সামান্য অধিকার শত কুন্ঠা, শত শঙ্কা, শত ভয়।

তোমার অন্দরের তোমাকে বলি- কি এমন সাবধানতা, কি এমন হারাবার ভয় । তবুও কে যেন বলে তোমায় যেন ছুয়েই দেখতে চাই। কি এমন অধিকার ? কি এমন দুঃসাহস ? তোমার অন্দরের, তোমার অন্তরের তোমাকে দেখতে যে চাই। কিছু বুঝি নাই অধিকার, এত টুকু ছাড়া- আমি চাই । আমি চাই ।

আমি তোমাকেই ছুঁয়ে দেখতে চাই। আমার অন্তরের আমি বলে- ” আমি তোমায় ছুঁয়ে দেখতে চাই । জ্বলে পুড়ে ধ্বংস হলেও তাই যেন চাই। ” হলে হব ধ্বংস, কিম্বা পাব প্রতিঘাত। লৌহ-পাথর হৃদয়ে তোমার করবই আঘাত।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।