আমাদের কথা খুঁজে নিন

   

কৃষি মার্কেটে ১১০ টাকার ডাল ২০ টাকা, মিনিকেট ১০ টাকা কেজি... বৃষ্টিতে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..

বৃষ্টিতে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আড়তদাররা সর্বসান্ত হয়েছেন... বস্তা বস্তা চাল-ডাল ভিজে নষ্ট হবার পথে...বাসার সামনে দেখছি মানুষ একের পর এক রিক্সায় বস্তা বস্তা চাল-ডাল নিয়ে যাচ্ছে। আব্বা ঘুরে আসলো একটু আগে.. দামের আপডেট জানেন? ১১০-১২০ টাকার মুসরীর ডাল -- ২০ টাকা / কেজি অন্যান্য ডাল -- ১০ টাকা / কেজি ইরি বাদে যেকোনো চাল -- ১০ টাকা / কেজি ইরি বা মোটা চাল -- ৫ টাকা / কেজি পেঁয়াজ / রসুন / আদা এসবের দোকানে ঢুকাই যাচ্ছে না মানুষের ভীড়ে। অসহায় দোকানীদের সর্বনাশ নাকি চোখে দেখা যায় না রিং রোডের সামনে অনেকে ভেঁজা চাল ডাল নিয়ে বসে গেছে। রমজান উপলক্ষে আড়তগুলোতে পূর্ণ মজুত ছিলো বলে ক্ষয়ক্ষতি অনেক হবে বলে ধারণা করা হচ্ছে... গরীব মানুষের ভীড় তো আছেই, মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তদেরকেও ভীড়ে সামিল হতে দেখা যাচ্ছে... আহারে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.