আমাদের কথা খুঁজে নিন

   

“প্রভু ক্ষমা ভিক্ষা চাই ভিক্ষা দাও”



দীনহীন কাঙ্গাল আমি, পাপের ভারে মাথা নত, জীর্ণ দেহে ক্লান্তি, মনে গ্লানি, আজ আমি রিক্ত, আমার কি আছে কি দেব, তোমারতো যথেষ্ট আছে তা থেকে হয়তো কিছু নেব, প্রভু হে প্রভু আমার, প্রভু ক্ষমা ভিক্ষা চাই ভিক্ষা দাও। পভু হে, রূপজেল্লায় উদাস নয়ন ধেঁধেছে, রূপের কিরণে রূপকানা হয়েছি, ক্লান্ত হৃদয় অতৃষ্ণ, মন হচ্ছে অতিষ্ট, প্রভু হে, প্রভু আমার আশা মেটাতে তোমার প্রেম সাগরে ডুব দিয়েছি প্রভু ক্ষমা ভিক্ষা চাই ভিক্ষা দাও। প্রভু হে, পতিতপাবন পবনে গুনগুনি শুনেছি, তোমার নাম জপলে নিশ্চল হৃদয়ে চাঞ্চল্য আসে, অন্তরে তোমার উপস্থিতি অনুভব করলে ঘাটের মড়া উজ্জীবন হয়, প্রভু হে, পাতকি আমি পাপের বোঝা নিয়ে তোমার দুয়ারে এসেছি, প্রভু হে প্রভু আমার, প্রভু ক্ষমা ভিক্ষা চাই ভিক্ষা দাও। প্রভু হে, কৃপা করুণা দিয়ে অধমের রিক্ত টুকনি পূর্ণ করে দাও, প্রভু ক্ষমা ভিক্ষা চাই ভিক্ষা দাও। তোমার ক্ষমা পাবার জন্যে নয়ন জল পান করে মন মাতাল হয়েছে, প্রভু হে, নৈসর্গে নিদর্শন দেখে চোখের নেশায় মাতোয়ালা হয়েছি।

প্রভু হে প্রভু আমার, প্রভু ক্ষমা ভিক্ষা চাই ভিক্ষা দাও। প্রভু হে প্রভু আমার, প্রভু ক্ষমা চাই প্রভু ক্ষমা করে জীবন সাফল্যমন্ডিত করে দাও, ভিক্ষা পাবার আশে দেহ টুকনি নিয়ে তোমার দুয়ারে এসেছি। প্রভু হে প্রভু আমার, প্রভু ক্ষমা ভিক্ষা চাই ভিক্ষা দাও। প্রভু হে, নির্জন নিরলে তব পরশ পাবার আশে, অন্তরকে বানিয়েছি প্রেমাসন, নয়ন জলে বুক ভিজিয়ে হৃদকমল ফোটিয়েছি, প্রভু হে, প্রেম হয়ে আস আমার আশয়ে, প্রভু আমার, তব নাম জপে শাপমোচন হয়েছে, পাপমোচন করার জন্যে উপাসনা করতে চাই, জপতপ জানিনা তামসতপ করে নিজের সর্বনাশ করেছি, প্রভু হে প্রভু আমার, প্রভু আমি এখন নিরুপায়, রতি ভীমরতি হয়েছে, প্রভুগো পরশ দাও, আমি অপারগ হয়েছি। প্রভু হে প্রভু আমার, প্রভু ক্ষমা ভিক্ষা চাই ভিখারিকে ভিক্ষা দাও।

প্রভু ক্ষমা ভিক্ষা চাই ভিক্ষা দাও। (সংকলিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।