আমাদের কথা খুঁজে নিন

   

ধর্মের কুঁড়া নদী ছিলো, নববধুঁর ভরা বুক ছিলো

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। [কবি সরকার আমিনকে শ্রদ্ধা জানিয়ে] শাফিক আফতাব-------- এইখানে ধর্মের কুঁড়া নদী ছিলো _ টলটল স্রোতে কলকল বয়ে যেতো ; দু’তীরে ছিলো উর্বর জনবসতি, ভোলা মাঝির খরায় ঝাপঁতো পুঁটি খলিসা_ কই’রা গেরিলা যোদ্ধার মতো কার্তিকের ঝড়ে উজোতো ; ভোর বেলা ভরে দিয়ে যেতো ভোলা দা আমাদের মাছের মালসা। সকালের সাদা রোদ, ধানের ছড়া ছড়া শীষ, আর উচ্ছল মাছের ঝাঁক ; দুটো দুধের গাইয়ের সের সের দুধ, আর নববধুঁর ভরা গোল বুক _ সবমিলে ঘরগিরস্তির আহা কেমন আবহমান অমৃতের স্বাদ ! এসব দেখে ধর্মের কুঁড়া নদী দিয়ে যেতো আমাদের ভালোবাসার আস্বাদ।

শুক্র আর সোমবারে ধর্মের কুঁড়া নদীর তীরে বসতো মাঠের হাট ; দূর দূরান্ত থেকে আসতো হাটুরে, ব্যগে ভর্তি সদাই মুখে, ভাটিয়ালি গান ; খরার মাছ আর বাজারের নতুন খাবার খেয়ে বধু আর শাশুড়ির বাড়তো ঠাঁট - রাতের আধাঁরে তারা ভরাতো সারাদিনের কর্মক্লান্ত পরাণ। ধর্মের কুঁড়া নদী নেই, বধুঁর ভরা বুক নেই, নেই গাইয়ের সের সের দুধ ; মানুষের মানবতা নেই, গিরস্তি নেই, তারা রুগ্ন পঙ্গু, বাঁচে খেয়ে ওষুধ। নিসর্গ : ঢাকা ২৭.০৫.২০১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.