প্রথম স্থান - চীন ( ১৫ তম শিরোপা)
দ্বীতিয় স্থান - জাপান ( গতবার ১১ তম)
তৃতীয় স্থান - রাশিয়া ( গতবার ২য়)
চতুর্থ স্থান - কোরিয়া ( গতবার ৪র্থ )
৫ম স্থান - উত্তর কোরিয়া ( গতবার ৭তম)
-----
২৮ তম - ভারত ( গতবার ৩১ তম)
৫০ তম - শ্রীলংকা ( গতবার ৭৮ তম)
৫৮ তম - বাংলাদেশ ( গতবার ৭৫ তম
৮৫ তম - পাকিস্থান ( গতবার নেই)
....
বাংলাদেশের সদস্যদের মধ্যে সামিন রিয়াসাত ও নাজিয়া নাসের চৌধুরী তাদের নিজেদের ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন । আর তারিক আদনান মুন, হক মুহম্মদ ইশফাক ও প্রানন রহমান খান জয় করেন সম্মানসূচক পুরস্কার । বাংলাদেশের মোট প্রাপ্ত পয়েন্ট ৪৪.৭% ( গতবার ছিলো ২২.৯%) ।
কেবল দক্ষীন এশিয়ায় নয়, অংশগ্রহনকারী সবগুলো দেশের মধ্যে সবচাইতে বেশী এগিয়েছে শ্রীলংকা আর তারপরই বাংলাদেশের অবস্থান, তবে অংশগ্রহনের ৫ম বছরে এই অবস্থানে আসতে পারাটাকে একটা বড় সাফল্য হিসেবে ধরা যায়... ফলাফলে দক্ষীন-পূর্ব এশিয়ার প্রাধান্য ছিলো সুস্পষ্ট.....
অভিনন্দন বাংলাদেশকে...
পরবর্তি লক্ষ্য হ্ওয়া উচিত দক্ষীন এশিয়াতে সেরা হ্ওয়া.. সেই অপেক্ষাতেই রইলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।