আমাদের কথা খুঁজে নিন

   

কুইক ম্যাথ

আমি গোলাপ খুব পছন্দ করি। লেখাটি এখান থেকে নেওয়া হয়েছে: জানা অজানার মজার গণিত আজ এখানে কুইক ম্যাথের অংশ হিসেবে আমরা দেখব কি করে ১ দিয়ে শুরু হওয়া দুই অংকের সংখ্যাগুলির বর্গ নির্নয় করা যায়। মোট চারটি ধাপ মনে রাখলেই এই কুইক ধাপ সম্পর্ন করা সম্ভব। দেখুন- ১ম ধাপঃ ১দিয়ে শুরু হওয়া দুই অংকের একটি সংখ্যা নিন। যেমন- ১৭ ২য় ধাপঃ শেষ অংক নির্নয়।

দ্বিতীয় অংকটির বর্গকরে তার শেষ অংকটি লিখে প্রথম অংকটি হাতে রেখে দিন। যেমন- ৭^২ = ৪৯। অতএব শেষ অংক _ _ ৯। (হাতে রইলো ৪) ৩য় ধাপঃ মাঝের অংক নির্নয়। দ্বিতীয় অংকটিকে আবার ২ দিয়ে গুণ করে হাতে থাকা সংখ্যাটি যোগ করে তার শেষ অংকটি লিখে প্রথম অংকটি হাতে রেখে দিন।

যেমন- ৭×২ = (১৪+ হাতের ৪) = ১৮। অতএব মাঝের অংক _ ৮ _। (হাতে রইলো ১) ৪র্থ ধাপঃ প্রথম অংক নির্নয়। প্রথম অংক ১ এর সাথে হাতে থাকা অংকটি যোগ করে লিখে দিন। হয়ে গেছে আপনার সংখ্যাটির বর্গ।

যেমন- (১ + হাতের ১) = ২। অতএব প্রথম অংক ২ _ _। তাহলে ১৭ এর বর্গ পাচ্ছি আমরা ২৮৯। বিশ্বাস না হলে ক্যালকুলেটার টিপে দেখতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.