আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাথ ট্রিকস্-৩

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

যেকোন সংখ্যাকে ১১ দিয়ে গুন করুন মূহুর্তে! ধরুন ৫১২৩৬X১১=? নিচের ধাপগুলো অনুসরন করুনঃ ১. প্রথমে সংখ্যাটির আগে একটা ০ বসান এবং সংখ্যাটির নিচে একটা লাইন টানুন। তাহলে সংখ্যাটি দাড়াচ্ছে ০৫১২৩৬ ২. এককের অংকটা (৬) সরাসরি লাইনের নিচে (৬ এর নিচে) বসান ৩. এবার দশকের অংকটা (৩) ডানের অংকের (৬) সাথে যোগ করে (৩+৬=৯) দশকের অংকের ঠিক নিচে (৩ এর নিচে) বসান ৪. একই ভাবে শতকের অংক (২) তার ডানের অংক (৩) এর সাথে যোগ করে (২+৩=৫) শতকের অংকের ঠিক নিচে বসান ৫. এভাবে ১+২=৩ বসবে ১ এর নিচে ৬. ৫+১=৬ বসবে ৫ এর নিচে ৭. ০+৫=৫ বসবে ০ এর নিচে তাহলে ফলাফল দাড়াচ্ছে: ৫১২৩৬X১১=৫৬৩৫৯৬ অন্য সংখ্যা দিয়েও চেষ্ঠা করে দেখুন। মজার নয় কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।