আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাথ ট্রিকস্ -৪

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

কাজের ব্যস্ততায় অনেকদিন লেখা হয়ে উঠেনি যদিও প্রায় প্রতিদিন একবার করে ঢু মারি। যাকগে আজ আবার নতুন ট্রিকস্ দিচ্ছি। আজ দেখাবো ১ দ্বারা গঠিত সংখ্যার বর্গ কিভাবে বের করবেন এবং অবশ্যই বিদ্যুৎ গতিতে ১ দ্বারা গঠিত যেকোন সংখ্যা নিন (সর্বোচ্চ ৯ ডিজিট পর্যন্ত) উত্তর হবে ১ থেকে শুরু করে যতগুলো ১ আছে সে পর্যন্ত ক্রমিক সংখ্যার সিরিজ এবং পুনরায় ১ -এ ফেরত। উদাহরনঃ যদি সংখ্যাটি হয় ১১১১১ (৫ ডিজিট) তাহলে উত্তর হবে ১ থেকে শুরু করে ৫ পর্যন্ত সিরিজ (১২৩৪৫) এবং পুনরায় ১ -এ ফেরত (৪৩২১) অর্থাৎ ১১১১১ এর বর্গ=১২৩৪৫৪৩২১ আবার যদি সংখ্যাটি হয় ১১১১১১১ (৭ ডিজিট) তাহলে উত্তর হবে ১২৩৪৫৬৭৬৫৪৩২১ মজার নয় কী?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।