আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাথ ট্রিকস্-১

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

আগের ম্যাথ ট্রিকস্ অনেকের ভাল লেগেছে তাই নতুন ট্রিকস্ দেয়ার উৎসাহ পাচ্ছি। আজ শিখবনে ১১-এর সূত্র, যার সাহায্যে দুই অংকের যেকোন সংখ্যাকে ১১ দিয়ে মূহুর্তেই গুনকরতে পারবেন। তাহলে আপনি প্রস্তুত? মনে করুন ৫৪ কে ১১ দিয়ে গুন করতে হবে। তাহলে নিচের ধাপগুলো ফলো করুনঃ ১. যে সংখ্যাকে ১১ দিয়ে গুন করতে হবে তার অংক গুলো মনে মনে আলাদা করে ফেলুন, ৫৪ --> ৫_৪ ২. এবার অংক দুটো যোগ করুন, ৫+৪=৯ ৩. যোগফলটা আলাদা করা অংক দুটোর মাঝখানে বসিয়ে দিন, অর্থাৎ ৫৯৪ এটিই ফলাফল। প্রয়োজনে কাগজে কলমে সত্যতা যাচাই করুন। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি যোগফল ১০ বা তার বেশি হয় তাহলে যোগফলের এককের অংক মাঝে বসবে আর দশকের অংক বায়ের অংকের সাথে যোগ হবে, অর্থাৎ যদি সংখ্যাটি হয় ৫৭ তাহলে ৫+৭=১২, এক্ষেত্রে ২ বসবে মাঝে আর ১ ৫-এর যোগ হয়ে যাবে, তাহলে ফলাফল হবে ৬২৭। কেমন লাগল? মজার না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।