আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাথ কুইজ

১/ একটা আয়তক্ষেত্র ABCD ভিতরে একটা বিন্দু P । সুতরাং এখানে চারটা ত্রিভুজ বিদ্যমান, ABP, BCP, CDP আর DAP। যেকোন একটা ত্রিভুজের একটা কোন যদি আশি (৮০ ) ডিগ্রি হয়, তবে অন্যান্য ত্রিভুজের সব কোন গুলো কত কত হবে? ২/ ক্যালকুলেটর ছাড়া সবচেয়ে সহয়ে যোগ করার উপায় কি? ১/২০ + ১/৪০ + ১/৪২ + ১/৫৬ + ১/৭২ +১/ ৯০ + ১/ ১১০ + ১/ ১৩২=? ৩/ ৫ + ৩ + ২ = ১৫১০২২ ৯+ ২ +৪ = ১৮৩৬৫২ ৮ + ৬ + ৩ = ৪৮২৪৬৬ ৫+ ৪ + ৫ = ২০২৫৪১ তবে ৭ + ২ + ৫ =??? ৪/ কিবোর্ড দিয়ে এক থেকে এক হাজার পর্যন্ত লিখতে কতটি কিস্ট্রোক প্রয়োজন? ৫/ একটা বাক্সে দশটা লাল বল, পাঁচটা নীল বল, আর বারোটা হলুদ বল আছে । নিচের শর্তগুলো পুরনের জন্য সর্বনিন্ম কয়টা বল উত্তলন বা বাছাই করতে হবে? ১)দুইটা নীল বল ২)দুইটা নীল আর একটা হলুদ ৩)দুইটা নীল আর দুইটা হলুদ ৪)সব রংয়ে কমপক্ষে একটা ৫)সব রংয়ের কমপক্ষে তিনটি করে ৬/ আপনার মতে সবচেয়ে বেশী আলস্য আনায়নকারী, মানুষ কে স্লথকারী আবিস্কার কোনটি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।