হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
গত ৮/১০ দিন ধরে অফিসে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঈদ কার্ড আসছে। এটা অবশ্য নতুন না। প্রতি ঈদেই আসে।
যখন এই অফিসে নতুন জয়েন করেছিলাম তখন এইসব ঈদ কার্ড দেখে ভালো লাগতো। এখন এই সব কর্পোরেট ঈদ কার্ডের দিকে তাকাকেও ইচ্ছে হয় না। শুধু শুধু সময় নষ্ট। সাইড টেবিলের এক কোনে কার্ডের স্তুপ জমে গেছে। মাঝে মাঝে পিয়নরা এসে খাম খুলে ঈদ কার্ড বের করে।
কার্ড ওদের নিতে বললে ওরাও কেন জানি নিতে চায় না। রিসিপসনে বলে দিয়েছি এইসব কার্ড ভেতরে না এনে সোজা ওয়েষ্ট বক্সে ফালিয়ে দিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।