আহমাদ ইউসুফ
নারীদের আজ চলছে জয়
আপন গুনে বিশ্বময়।
সমানতালে দৃপ্ত পদে শিক্ষা ও চিন্তায়
ক্রমে আসীন উচ্চাসনে, প্রগতি ও সভ্যতায়।
পিছিয়ে নেই যোগ্যতায়
অফিসের বস কিংবা ব্যবসায়।
তুমিও হতে পার সফল একজন
যদি থাকে বিশ্বাস সমতায়।
কোথাও পিছিয়ে নেই বিদ্যা ও জ্ঞানে
হাটি হাটি পা কলা ও শিল্পে।
কোথাও আটকে নেই তুমি
ফটোগ্রাফি কিংবা কনসালটেন্সি।
কে বলবে আজ আর অবহেলিত তুমি
নিঃগৃহিত তোমার জীবন।
বরং তোমাকেই দেখে বিশ্ববাসী
অবাক চোখে, রুপ আর জৌলুসে।
বিস্ময় আমার চোখে তাবৎ দুনিয়া ঘেটে
তোমার এমন ঐশ্ব্যর্য দেখে।
ক্রমে বিকশিত হচ্ছ তুমি পৃথিবীর বুকে
সফলতার এক মূর্ত প্রতীক হয়ে।
তোমার রুপ আর জৌলুসে
চমকিত হয় দুনিয়াময়
সুনিপূনা তুমি দক্ষ সৈনিকের ভূমিকায়
রেল কিংবা বিমান চালনায়।
এভাবেই ক্রমে এগিয়ে যাচ্ছ তুমি
সীমাবদ্ধতার দেয়াল টপকে।
মুক্তির মোহনায়।
চিন্তা ও জ্ঞানের গরিমায়।
স্বাগত জানাই তোমায়
হে নারী।
চলে এস সভ্যতার অগ্রযাত্রায়
নিজেকে বিকশিত কর আপন মহিমায়।
মেধার স্বাক্ষর রাখ কর্পোরেট সভ্যতায়।
*** ”কর্পোরেট নারী” কবিতাটি ০৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে রচিত।
কবিতাটির রচনাকালঃ ঢাকা, ২২০০ ঘঃ ০৭ মার্চ ২০১৪ ইং।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।