পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ সম্মানিত
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমি একজন সাধারণ সামু ব্লগার হিসেবে আজ খুবই গর্বিত বোধ করছি এই ভেবে যে আপনার মতো এক সিনিয়র করেসপন্ডেন্ট নিয়মিত আমাদের গরিবদের ঘরের খবরাখবর রাখছেন। আসলে আমরা গরিবরা সারা বছর আপনাদের পানে চেয়ে থাকি কবে আপনারা আমাদের দিকে নজর দিবেন আর আমাদের ভাগ্য খুলবে। বছরের শুরুতেই আপনাদের পদ ধুলি আমাদের বাড়িতে পেয়ে মনে হচ্ছে ২০১৩ সাল আমাদের বেশ ভালই কাটবে। তাছাড়া আমার আরো বেশি ভাল লেগেছে এই ভেবে যে, আপনি সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালী ভাইদের আমাদের গরিবালয়ে দাওয়াত দিয়েছেন।
সবাইকে স্বাগতম।
পর সমাচার এই যে
মহামান্য, আপনি আমাদের গরিবালয় থেকে যাবার সময় কিছু প্রয়োজনীয় বস্তু সামগ্রী ফেলে রেখে গিয়েছেন যা আপনার নিকট খুবই গুরুত্ব বহন করবে তাছাড়ে সেগুলো পচেঁ গিয়ে আমাদের গরিবালয় আরো নোংরা করবে তাই সেগুলো একে একে আপনার বাড়িতে পৌছে দিচ্ছি। ঠিকঠাক মতো পেয়ে থাকলে অবশ্যই জানাবেন।
১) প্রিয় অতিথি, আপনি লিখেছেন শাহবাগ নিয়ে বিতর্কিত ভূমিকায় সামহোয়্যার, নজরদারি।
কিন্তু সামহোয়্যার নিয়ে কোথায় বিতর্ক হলো বা কে কোথায় এর বিরুদ্ধে অবজেকশন দিল এমন সুস্পষ্ট কিছুই আপনি বলেন নি।
আর নজরদারি শব্দটি দিয়ে কি আপনেই সরকারকে সামহোয়্যারকে নজরদারিতে রাখতে বলেছেন কিনা সেটাও স্পষ্ট নয়।
জনাব আপনি আমাদের বাড়িতে অবশ্যই দেখে গিয়েছেন কত বড় সংসার আমাদের। বাচ্চা কাচ্চার অভাব নাই। মাত্র জন্ম হয়েছে এমন ব্লগারের সংখ্যাও অন্যান্য অনেক ব্লগের মোট ব্লগারের চেয়েও বেশি। তাই এখানে ভিন্নমতালম্বির সংখ্যাও একটু বেশীই হবে।
যেখানে মানুষ বেশী সেখানে দুষ্টোর সংখ্যাও বেশীই থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে কোন পুলাপানের কান্নায় যদি আপনার মতো সিনিয়র করেসপন্ডেন্টের মেজাজ গড়ম হয়ে যায় তবে সেটাতো কাজি নজরুল ইসলামের সংজ্ঞা অনুযায়ি তরুনের মধ্যে পরে না। তাই দুই চারজন ব্লগার যারা এখান থেকে চলে গিয়েছেন কিংবা বহিষ্কৃত হয়েছেন তাদের কথায় সুর মিলিয়ে এত বড় কমিউনিটির বিরুদ্ধে কলম ধরলে আপনার কলমের কালি বৃথা যাবে।
আপনি শাহবাগের বিরোধিতাকারি দুই একটা যেই পোষ্টের কথা বলছেন তার তুলনায় শাহবাগের পক্ষে পোষ্টের সংখ্যা কয়েকলক্ষ গুন বেশীই হবে। একবার হিসেব করে দেখুন।
আপনি এখানে আরো বলেছেন: সব মত-পথের লোক এ সাইটে লেখালেখি করলেও জামায়াত-শিবিরপন্থি ব্লগারদের তোষণের অভিযোগ উঠেছে ব্লগটির বিরুদ্ধে। কথাটা বাস্তবের ঠিক বিপরিত হয়ে গেলো। আমরা দেখে আসছি যে, সামহোয়্যার এর মডারেটরদের বিরুদ্ধে সাধারনত নাস্তিকতাকে প্রশ্রয় দেয়ার অভিযোগ প্রায়ই উঠে আসে সে ক্ষেত্রে জামায়াত-শিবির পন্থি ব্লগারদের তোষণের বিষয়টি একেবারেই অসম্ভব। কারন, নাস্তিকতা ও জামাত দুই মেরু। যা কখনই এক প্ল্যাটফর্মে থাকতে পারে না।
২) শ্রদ্ধেয় সিনিয়র করেসপন্ডেন্ট, আপনি আরো লিখেছেন: সামহোয়্যারে শিবির তোষণ, সার্বভৌমত্ব বিরোধিতা!। - এই আর্টিকেল থেকে বুঝা যায় আপনি হয়তো কোন ক্ষোভের কারনে এমন একটি আর্টিকেল লিখেছেন। তা না হলে একজন মানুষের ফেসবুক স্ট্যাটাস থেকে আপনি আরেকটি কমিউনিটিকে কটাক্ষ করতে পারেন না। 'জানা' ম্যাডাম রাজনৈতিক ভাবে কোন মতাদর্শ্বের তা জানি না তবে এই সামুতে কোন ব্লগার ভুলেও যদি একবার জামাত শিবির সাপোর্ট করে থাকে তবে তার নামের সাথে সাগু ট্যাগ লেগে যায় যা কখনো মুছে না। এমনকি কখনো কখনো কোন আন নন ব্লগার কোন ইসলামীক পোষ্ট দিলেই টাকে ছাগু ট্যাগ লাগানো হয়।
এমন একটি কমিউনিটিকে আপনার দেয়া ট্যাগটা ঠিক হয় নি।
৩) জনাব, আমার মনে হচ্ছে আপনি আমাদের পরিচয়টাই ঠিকমতো পান নি। আমরা প্রথমআলো, আমার দেশ কিংবা আপনাদের মতো কোন পোর্টালের সদস্য নই। আমরা হচ্ছি ব্লগার। যারা বিনে পয়সায় ব্লগিং করে।
অধিকাংশ সময়ই ব্লগারের কোন পরিচয় থাকে না। পর্দার আরাল থেকে পোষ্ট ও কমেন্ট করে থাকে। অনেকের একাধিক আইডি থাকে। কিংবা একটি আইডি ব্যন হলে আরেকটি খুলতে পারে। কাজেই এখানে দু'একজন একটু এদিক সেদিক লিখবেই।
সামু কর্তৃপক্ষতো আর তাদের পোষ্টকে ষ্টিকি করে রাখে না!!! বরং দেশের স্বার্থ বিরোধি কোন পোষ্ট আসলে সাধারণ ব্লগাররাই কমেন্টের মধ্যমে তাদের শিক্ষা দিয়ে থাকে। তা আপনি আপনার উল্লেখিত পোষ্টগুলোর কমেন্ট পড়লেই বুঝতে পারবেন।
স্যর, যদি পারেন মাস খানেকের জন্য 'বাংলানিউ২৪.কম'কে ইউজারদের নিউজ করার জন্য উন্মুক্ত করে দিয়ে দেখুন কত ইউজার আর কত মতামত আর কত পোষ্ট।
প্রিয় সিনিয়র করেসপন্ডেন্ট, আমার নাম দিয়ে আপনাদের সিস্টেমে সার্চ দিলে দুই চারটা নিউজ পাবেন যা আমিই পাঠিয়েছিলাম। মানে, আমি আপনাদেরও লোক।
আসলে আমি সমস্ত অনলাইন পোর্টাল ও ব্লগ সমাজকে নিজের মনে করি। আমি বিশ্বাস করি আমরা সবাই এক সাথে থাকতে পারলে হলুদ মিডিয়ার কবর রচনা করতে পারব। আর, একজন আরেকজনকে ঠেলাঠেলি করলে গালাগালির সৃষ্টি হবে, শুরু হয়ে যাবে হলুদ ব্লগিং। সেই দিন যেন বাংলার মাটিতে কোনদিন না আসে।
ধন্যবাদ।
*******************
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।