আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ায় এখনও ভাল মানুষ আছে



সকালে বউ বাচ্চাকে আনতে স্কুলে যাওয়ার সময় বললো টাকা দাও মোবাইলে ব্যালান্স নাই। ১০০ টাকার একটা নোট দিয়ে বললাম আমার নম্বরেও ২০ টাকা দিও। দোকানে টাকা দিয়ে বাসায় আসার পর দেখলাম তার নম্বরে ৩০ আসলেও আমার ২০ আসছে না। বললো অপেক্ষা কর আসবে। কতক্ষণ পরে নিজেই দোকানে গিয়ে খাতা চেক করতেই দেখি আমার লক্ষী... শেষ নম্বরটা ভুল করেছে।

তার মানে ঢাকার টাকা বি-বাড়ীয়া চলে গেছে। নাম্বারটা নিয়ে কল দিলাম। রিসিভ করলো না। অজান্তেই একটা মন্তব্য করলাম পার্টি ভাল না। টাকা গেছে গা।

বউকে কল দিয়ে বললাম মেয়ে মানুষদের মাথায় আল্লাহ বুদ্ধি দিবে কবে? স্বামীর নাম্বারটা ঠিক রাখতে পারো না। তেলে বেগুনে জ্বলে উঠে লাইন কেটে দিল। রাগ করে আবার ২০ টাকা ঢুকিয়ে অফিসের দিকে রওয়ানা করলাম। মিনিট দশেক পরে কল এলো ওই নম্বর থেকে। কে ভাই।

বললাম ভাই ভুলে আপনার নম্বরে ২০ টাকা চলে গেছে। তিনি বললেন কী আর করা। আপনার নম্বরে ২০ টাকা দিয়ে দেব। তারও কিছু সময় পর ২০টাকার মেসেজ। ভাবলাম আমার অনুমানটা ভুল ছিল।

ভাল মানুষ এখনও আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.