আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ায় নবী পাঠানোর উদ্দেশ্য........



মানুষকে দুনিয়ায় বেচে থাকার জন্য যা কিছু করতে হয, সে সম্পর্কে তাদেরকে অবহিত করার জন্য আল্লাহ নবী রাসূলদের মাধ্যমে যাবতীয় আইন কানুন পাঠিয়েছেন। কিন্তু এসব বিধি বিধান মেনে চলতে তিনি মানষকে বাধ্য করেনন। আল্লাহ তায়লা জানিয়ে দিয়েছেন যে, যারা তার দেয়া আইন বিধানমেনে চলবে তারা দুনিয়ায় শান্তি ভোগ করবে এবং আখিরাতেও পুরস্কার পাবে। আর যারা মানবে না এবং মানুষের মনগড়া নিয়ম মেনে চলবে তারা দুয়িায়ও অশান্তি ভোগ করবে, আখিরাতেও শাস্তি ভোগ করবে। আল্লাহর নবীগন মানুষকে দুনিয়া ত্যাগ করে বৈরাগী বা সন্ন্যাসী বানাতে আসেননবিরং তারা মানুষকে দুনিয়া সকল দায় দায়িত্ব আল্লাহর তৈরী বিধান পালন করার শিক্ষা দিতে এসেছেন। দুনিয়ার সব কাজ নবীদের শেখানো নিয়মে পালন করলে দুনিয়াদারীর কাজও দ্বীনদারীর কাজ হিসেবে গন্য হবে। এবং ইবাদতে পরিনত হয়। আগামী কিস্তেতে ''দ্বীনদারী বনাব দুনিয়াদারী '' বিষয়ে আলোকপাত করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.