আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের মানহানির সুরাহা চাই



মিঃ টুকু এবং মওদুদ সাহেব আমাদের চোখ খুলে দিয়েছেন। মানহানি বিষয়টির গুরুত্ব তেমন আমাদের সমাজে ছিলো বলে মনে পড়েনা। বতমানে আমরা সবাই এ বিষয়ে সচেতন। বিশেষ করে আমাদের রাজনীতিক নেতারা। তাদের সম্মান নিয়ে আমাদের চিন্তা করতেই হবে।

তাদের ইজ্জত নিয়ে আর ছিনিমিনি খেলা চলবে না। এ ব্যাপারে জনমত অব্যশই গড়ে তুলতে হবে। তোমার আমার ঠিকানা, মানহানির মামলা! এখন প্রশ্ন হচ্ছে? দেশ ও দশের ইজ্জত নিয়ে যারা খেলছে তাদের কি হবে। তারা কি আমাদের মানহানি করছে না। বিশ্ববাসির কাছে আমাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে।

তাদের কে কি আমরা কঠগড়ায় তুলতে পারবো? গত ৩৬ বছর, কারা কি ভাবে আমাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে। তাদের চিহ্নিত করার সময় এসেছে। তাদের কাছে থাকা ভুরি ভুরি সম্পত্তি ক্রোক করার পালা এবার। মহামান্য আদালতের সুনজর চাই। এগুলোতো তাদের না, আমাদের জন্য দেবার নামে তারা সেগুলো নিজের করে নিয়েছেন।

চলুন আমরা আদালতে যায়, ফিরে দেওয়া হোক আমাদের সম্পত্তি, যা তাদের পরিবার ভোগ করছে। এ ব্যাপারে আমাদের সচেতন করে তোলার জন্য টুকু সাহেবকে ধন্যবাদ। আমাদের মাঝে যারা সম্মানিত বিচারক ক্যাটাগরি রয়েছেন, দয়া করে আমাদের সঠিক উপদেশ দেবেন। আমরাও মানহানির মামলা করতে চাই যাতে ভবিষ্যতে আর কেউ আমাদের মান নিয়ে কায়দা না করে। সমাজের ইজ্জতদার কি শুধুই তারা, আমাদের কি কোনই মান নেই।

মানহীন মানুষ হিসাবে আমি এ সমাজে বাচবো কি ভাবে। ১/১১ এর কথা মনে পড়লে, মনে হয়, জনগন বলে যে মানুষগুলো দেশে আছে, তার খবর কেউ রেখেছিলো বলে মনে হয় নাই। নেতারা তাদের স্বাথের জন্য, মোড়ে দাড়িয়ে মানুষ খুন করলো, কেউ কিছু বললো না। রাস্তায় গাড়ি বাস পুড়িয়ে দিলো, কোনো নেতা বাধা দিলো না। না খেয়ে থাকলো জনগন তার তোয়াক্কা করলো না।

শুধু নিজের স্বার্থ উদ্ধারের জন্য নিরীহ জনগনের প্রান নিয়ে ছিনিমিনি খেললো। আমরা তো মানহীন জনগন। আমরা আমাদের মানহানীর জবাব চাই। আদালতের কাছে প্রশ্ন, আমাদের মানহানীর মামলা কে করবে। আমাদের মান কে নিশ্চিত করবে? আমাদের সেই সকল রাজাবাদশা ক্যাটগরীর নেতাদের কাঠগড়ায় কে নেবে যারা আমাদের মাননিয়ে খেলছে, যতদিন খুশি, যেভাবে চাই? আমরা আমাদের মানহানির সুরাহা চাই


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.