আমাদের কথা খুঁজে নিন

   

মুফতি আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা

নাজমুল ইসলাম মকবুল

মুফতি আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং মানহানির অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে। মানহানির মামলায় ২৫ এপ্রিল আদেশ দেওয়া হবে। তবে মামলা গ্রহণ করে আজ বৃহস্পতিবার সকালে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে মৌখিকভাবে আদেশ দিয়েছিলেন। পরে দুপুরে এ মামলার আদেশ ২৫ এপ্রিল হবে বলে আদেশ কপি প্রচার করা হয়। বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মহানগর হাকিম আদালতে মানহানির অভিযোগে এ মামলাটি করেন।

মহানগর হাকিম হারুন অর রশিদ বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশের এ দিন ধার্য করেন। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে তাঁর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সকালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরও একটি মামলা করা হয়। একই আদালতে সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়াউল হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক আহলুল্লাহ ওয়াছেলকে আসামি করা হয়েছে। ওয়াছেল আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে জানান, তাঁকেসহ আমিনীকে এ মামলায় আসামি করা হয়েছে বলে তিনি জেনেছেন।

২৫ এপ্রিল এ মামলায় তাঁদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে। সুত্র: প্রথম আলো Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.