আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের বিরুদ্ধে আছি তবে ইহুদী খৃষ্টানের ব্যাপারটা বুঝিনা!!!!

এগিয়ে যাও ...

সামু আমাদের এক জায়গায় আবদ্ধ করেছে, সুযোগ করে দিয়েছে নিজেকে সমৃদ্ধ করার। জ্ঞানভান্ডার বিকশিত করেছে ব্লগারদের কী-বোর্ডের ঝড়। এবার প্রসঙ্গে আসিঃ আমরা লক্ষ্য করলে দেখতে পাব, এখানে বেশ কয়েক ধরনের মানসিকতার ব্লগার তাদের নির্দিষ্ট দৃষ্টিকোণে লেখালেখি করেন। (আমি কয়েকটা টপিকের কথা বলছিনা। বরং ধর্মীয় টপিকের ব্যাপারে বলতে চাইছি) যেমনঃ ১. একেবারে ধর্মীয় অনুভূতি ছাড়া।

২. সংস্কারমনা। ৩. গোড়া ধার্মিক। ৪. ধর্ম বিরোধী। এখানে ২ ও ৩ নং রা একভাবে লিখেন / মত প্রকাশ করে থাকেন। আর ১ ও ৪ নং রা হয়ে থাকেন এন্টিপার্টি! কয়েকটা পোষ্টের লিংক দিয়ে উদাহরণ দিই (পোষ্টটা পড়লে খোলাসা হবে) ধার্মিক ব্লগার লিংক একজন ইসলাম বিদ্বেষীর লিংক আরেকজন উদার মুসলিম যাই হোক, এসব পোষ্ট ও এর বিপরীতে রি-পোষ্ট ইত্যাদিতে একটা ব্যাপারই পরিষ্কার হয়ে যায় যে, পক্ষে লিখা হয় ইসলামের, আর এর এন্টি হিসেবে থাকেন ইসলাম বিদ্বেষী/বিরোধীরা।

এখন আমার বক্তব্য হচ্ছে " ইসলাম ছাড়া অন্য ধর্মের কোনও টপিক নিয়ে কেউ কি লিখেন না? আর লিখলেও তাদের ব্যাপারে ঐসব কথিত ব্লগাররা কি বলেন? তেমন কোন পোষ্ট-রিপোষ্ট যে আমার চোখে পড়েনা?!! ব্লগে ইসলাম ধর্মের আলো ছড়াতে ইসলাম গ্রুপ একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আর এ গ্রুপের সব লিখার দিকে সজাগ দৃষ্টি রাখে একটা দল!!! এরা বিভিন্ন ভাবে ইসলামের মৌলিকত্ব সম্পর্কে ধোঁয়া ছড়াতে চায়! কিন্তু ইসলাম স্ব-মহিমায় উদ্ভাসিত। কেউ এতে প্রভাব বিস্তার করতে পারবেনা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.