'বাংলাদেশকে দেখুন, বাঁচান' এই পোষ্টের প্রেক্ষিতে একজন ব্লগার 'ত্রিভূজ' এর মন্তব্য করেছেন যে, 'ভাল উদ্যোগ। তবে এই সরকারের আমলেও হিন্দুদের উপরে অনেক নির্যাতনের কাহিনী পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত ভাবে আমি বিষয়টাকে সংখ্যালঘু নির্যাতন মনে করি না.. কারণ অত্যাচারীরা অত্যাচার করার সময় হিন্দু মুসলমান যাচাই-বাছাই করে না'।
জবাবে আমি বলতে চাই যে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করে না কোন দল? ভঙ্গুর, অসভ্য বর্বর সমাজের মধ্যে বসবাস করে এই প্রশ্নের উত্তর দেয়া অত সহজ নয়। অপেক্ষা করুণ।
শিগগিরই প্রকাশিতব্য 'স্বাধীনতাত্তোর বাংলাদেশে সংখ্যালঘু-আদিবাসী নির্যাতন' শীর্ষক বইটির ভেতরে থাকবে অনেক সংখ্যালঘু-আদিবাসী নির্যাতনের অনেক চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ না বিএনপি কে বেশি নির্যাতন করে কারা ধর্মীয় সংখ্যালঘু ভাই-বোনদের শত্রু আর কারা রাজনৈতিকভাবে ব্যবহার করে তা থাকবে আমার বইয়ে। আমার প্রকাশিতব্য বইয়ে আরও বেশি পাবেন আশা করি। অপেক্ষা করুন। আমি নিরপেক্ষ নই, তবে সত্যের পক্ষে।
সকল অন্যায়-অত্যাচারের বিপক্ষে, হোক সে আমার ভাই। যদি আমার ভাইও অন্যায় করেন তাহলে আমি তারও বিপক্ষে, এবং এটাই আমার ধর্ম। কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ সমর্থক হলে আওয়ামী লীগ তার কাছে ফেরেস্তা, আমার বিএনপির সমর্থক হলে তার কাছে বিএনপিছাড়া অন্য সব কঠিন খারাপ। গোটা সমাজ, রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে এই একটি কারণে, অন্য অনেক কারণের চেয়ে এটাই সবচেয়ে বড় কারণ। অশিক্ষা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, দুর্নীতি, অসততা, অস্বচ্ছতাতো আছেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।