একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
টিপাইমুখী বাঁধ হবেই হবে। নো ছাড়। বাংলাদেশ মরুভূমি হইলে আমাগোর কি? আমাদের দাদারা মাসে মাসে যে মাসোয়ারা পাঠাইবো তাতে আমাগো চইলা যাইবো। সামু ব্লগের নতুন বুদ্ধিজীবিরা এক হও এক হও।
প্রথম আলোর দালালরা এক হও হও।
এক শাহরিয়ার ছুপা ঘরে লক্ষ শাহরিয়ার আইবোরে।
কি লিখতাছি জানিনা। তয় একটা কথা বইলা দেয় আমি হইলাম গিয়া পানিমন্ত্রী রমেশ্যা আবালের চেয়ে ভালা। ালায় কয় টিপাইমুখী বাঁধ হইলে নাকি বাংলাদেশের কোন ক্ষতি হইবোনা বরং ভালো হইবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।