আমাদের কথা খুঁজে নিন

   

রাতের আকাশ

এডিট করুন

এইডা কোন বিজ্ঞান বিষয়ক রচনা না, একটা আলতু ফালতু লেখা। তাই বুইঝা ঢুইকেন। রাতের আকাশ বরাবরই আমাদের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। আমি সেইসব আকাশের কথা বলছি যেখানে রাতভর তারারা খেলা করে, জানান দেয় তাদের উপস্থিতি, ঔজ্জ্বল্য দিয়ে ভরে তোলে আমাদের হৃদয়। একরাশ সৌন্দর্য নিয়ে হাজির হয় রাতের আকাশ আমাদের চোখে।

আমরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি, বোঝার চেষ্টা করি সৌন্দর্যের গঠনটা, অতঃপর উদাস মনে ঘুরে বেড়াই তারা থেকে তারাতে। চাদ তার শুভ্র রুপ দিয়ে আলোকিত করে তোলে রাতের পৃথিবী। আমরা পূর্ণচন্দ্র, অর্ধচন্দ্র, আংশিক চন্দ্রের রুপ দেখি আর ভাবি বেশী তো দূরে নয় চাদটা। কখনো মেঘের আড়ালে চাদ কিছুক্ষণের জন্য নিজেকে লুকিয়ে ফেলে আবার দৃশ্যমান হয় আমাদের চোখে। আমরা চাদ দেখি, চাদের গায়ের দাগ দেখি।

চাদ আর তারারা এক স্বর্গীয় সমাবেশ তৈরী করে কালো রাতের আকাশের গায়ে। মহাবিশ্বের সসীম অংশে আমাদের চোখ পড়ে থাকে আর মন পড়ে থাকে অসীম অংশে। হঠাৎ কোন তারা খসে পড়ে এবং আমরা বিমোহিত হই তার খসে পড়া দেখে। হলুদ, লাল, খয়েরী, নীল, সাদা ইত্যাদি নানা রঙের তারকারাজি ঘিরে থাকে চাদকে আর চাদ তার শুভ্রতা নিয়ে এক মায়াচ্ছন্ন চাদর বিছিয়ে দেয় সারা প্রকৃতিতে। রাতের আকাশে, তারার সকাশে তুমি যে চাদ অনন্যা, তোমার আলোতে, আধার আলোময়, চারদিকে আলোর বন্যা।

সে আলোয় হাসালে, খুশিতে ভাসালে, আবার একটু কাদালে, বহুদিন পর আসি, প্রাণে বাজিয়ে বাশি, এ কোন মায়ায় বাধালে। (আর মনে নাই) শেষ পর্যন্ত আমাদের মনে ভাবের সৃষ্টি করে এই তারা ভরা রাতের আকাশ। কেউ গান লেখে, কেউ কবিতা লেখে, কেউ লেখে গল্প, আবার কেউ তারার গতিবিধি লক্ষ্য করে একমনে, টেলিস্কোপে চোখ লাগিয়ে কেউ বসে থাকে, কেউ অজানা রহস্যে মুগ্ধ হয়ে তার উৎসের খোজে পাগল হয়ে বিজ্ঞান নিয়ে নাড়াচাড়া করে। কেউ কেউ রাতের আকাশ দেখে সুখে আবার কেউ কেউ দেখে দুখে। উভয়ের অনন্দ এবং বিষাদের পরিমান সমান।

এক বিশাল ঐশ্বর্যের ভান্ডার নিয়ে হাজির হয় আমাদের প্রিয় রাতের আকাশ। সৌন্দর্যের একটা বিরাট অংশ জুড়ে থাকে না জানা রহস্য। তাই রহস্যে পরিপূর্ণ রাত তার আকাশকে দিয়ে হরন করে মানব চিত্ত। আমরা বারে বারে মুগ্ধ হই, সারা জীবন মুগ্ধ হই। রহস্য কোনদিন শেষ হবে না আর আমাদের মুগ্ধতাও কোনদিন কাটবে না।

ছোট বাচ্চা যখন চন্দ্রালোকিত রাতে রাস্তায় হাটে তখন সে দেখে চাদও তার সাথে সাথে স্থান বদল করছে। সেই অল্প বয়সেই চাদ হরণ করে তার মন, চিন্তিত করে তোলে তাকে। সেই যে শুরু হয় চাদ দিয়ে, এরপর অন্যান্য তারা যারা হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত তাদের রহস্য দেখতে দেখতে কেটে যায় তার জীবন। এর কোন শেষ নেই, এর কোন শুরু নেই। উঠোন থেকে শুরু করে খোলা মাঠে চাদের আলোর রহস্যময় নৃত্য তাকে সম্মোহিত করে রাখে।

একেই হয়তো বলে প্রকৃতি, যেখানে জড়ের সাথে জীবের সম্মিলন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।