আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর মৃত গাছে তাজা ফুল এবং প্রাণবন্ত চত্বর

অস্তিত্বহীন মহামানব আমি মৃত গাছে তাজা ফুল দেখে নিউরনে প্রাণান্তকর অনুরন অনুভব করছি। আমার নিউরন গুলো শিউরে উঠল দ্বিতীয় বার । প্রথম বার তো এতটা শিহরন অনুভব করিনি যখন (না)পাক সেনারা মেরেছিল আমার দেশের মানুষদের । হয়ত তখন বুঝতে পারিনি কি হচ্ছিল একটা ভয়ার্ত রসে ভিজে গিয়েছিল দেশটা । হঠাত্‍ কিছুদিন যাবত্‍ কিছু তাজা ফুল দেখতে পাচ্ছি প্রাণহীন গাছে । এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশ সত্তুর বর্গ কি.মি. এর এই গাছটিতে যে প্রাণের জোয়ার এখনও আছে তা তো বুঝি নাই । চত্বর তো শোভিত হয় জড় ভাস্কর্যে কিন্তু এত প্রাণবন্ত মাংস পিন্ড যে চত্বর শোভিত করতে পারে তা তো জানতাম না । এদের মাঝেই তো স্বাধীনতা চির অম্লান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।