এক খন্ড বরফ হাতে দাঁড়িয়ে.......
কমরেড মিছিলের ঝড় উঠেছে
চলো দেখে আসি জলোচ্ছ্বাস কতদুর।
গেলো বারের মিছিলে ঘুমায়ে ছিলে বলে
প্রতিবেশীরা দেয়াল তুলেছে পথের মাঝে।
তুমি কি এখনো শোন নি?
চোরের মতো সিঁদকাটা শুরু করেছে ঘরের ভেতর
সূর্যের মুখে বাঁধ দিতে চায়।
শীতের ভয়ে কম্বলমুড়ি দিয়ে বুড়ো হবে আর কতদিন
রক্তের পচনে আপনি মরার চেয়ে
চলো লড়ে দেখে আসি,
দেখিয়ে আসি বাঙ্গালীর বাঁশ
আমার সূর্যের মুখে বাঁধ দেয় কার সে সাহস।
টিপাই বলো আর ফারাক্কাই বলো
পদ্মা, মেঘনা, যমুনা- আমার নদী
আমার পানিতে ভাগ বাসায়- হতেই পারে না।
কমরেড মিছিলের আগে আসো, রুখে দাঁড়াই
দেখি কার সাহস আমাদের সামনে দাঁড়ায়।
== ৩০/০৬/২০০৯ ==
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।